ধর্মীয় অনুভূতি বিকাশে শিশুদের মসজিদে আনতে হবে - জয়পুরহাটের ডিসি আফরোজা

জয়পুরহাট জেলা প্রতিনিধি : শান্তি শৃঙ্খলা ও ধর্মীয় অনুভুতি বিকাশ করতে শিশুদের মসজিদে অনার আহ্বান জানান জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। আজ শুক্রবার (৭ মার্চ) দুপুরে জয়পুরহাট পৌর এলাকার পাঁচুরচক দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা মসজিদের সম্প্রসারিত অংশের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদের খতিব আবুল কালাম মো. শরিফ উদ্দিন. পাঁচুরচক দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা মসজিদের সভাপতি আলহাজ মো. খলিলুর রহমান, সম্পাদক মো. রুহুল আমিন, ব্যাবসায়ী আলহাজ মো. রফিকুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুনমন্তব্য করুন