ভিডিও রবিবার, ১৬ মার্চ ২০২৫

কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে শরিয়তপুরের জাজিরা  থানা পুলিশের হাতে গ্রেফতারের পর চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে অন্তরীণ অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যুবরণকারী এক ভারতীয় নাগরিকের মরদেহ স্বজনের উপস্থিতিতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ। মৃত্যুর দু’মাস পর মরদেহ হস্তান্তর করা হয়। গতকাল শুক্রবার বিকেল ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহ হস্তান্তর করা হয়। ওই ভারতীয় নাগরিক বিহার রাজ্যের মোজাফফরপুর জেলার মিনাপুর থানার টুনা রায়ের ছেলে বিজালি কুমার রায় (৪৩)।

সোনামসজিদ ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ  থানা পুলিশ সূত্র জানায়, ২০২১ সালের ২৪ জুন গ্রেফতার হন বিজালি। পরে ২০২২ সালের ২৩ জুন পর্যন্ত এক বছর সাজাভোগ করেন তিনি। এরপর তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। কারাগারে নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সেখান থেকে  চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ২০২৫ সালের  ১৫ জানুয়ারি তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর ঢাকাস্থ ভারতীয় দূতাবাস বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ গতকাল শুক্রবার বিকেলে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ (আইসি) জামিরুল ইসলাম বলেন, হস্তান্তরকালে বিজিবি, রাজশাহী কারাগার প্রতিনিধি, রাজশাহী থেকে আসা এসকর্ট পুলিশ, শিবগঞ্জ থানা পুলিশ, বিএসএফ, ভারতের মহদিপুর ইমগ্রেশন কর্তৃপক্ষ এবং মৃতের ভাই রদ্রি রায় সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, দু’দেশের  সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের উপস্থিতিতে বাংলাদেশি ইমগ্রেশন কর্তৃপক্ষ ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে সংস্কার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেনা সেই সংস্কার চাইনা - জাহাঙ্গীর আলম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার 

বগুড়ার কাহালুতে ৫ ও ৭ বছরে দুই শিশু ধর্ষণের শিকার

সিরাজগঞ্জের রায়গঞ্জে যুব সমাজের ৫ টাকায় ইফতার সামগ্রী বিক্রি

ধর্ষণ মামলার বিচার দ্রুত নিষ্পত্তি করুন

দেশকে স্থিতিশীল করতে ইসলামি শাসন প্রয়োজন - অধ্যক্ষ শাহাবুদ্দিন