ভিডিও শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

রংপুরে হিন্দুদের বাড়িতে হামলার  ঘটনায় পাঁচজন দুই দিনের রিমান্ডে  

রংপুরে হিন্দুদের বাড়িতে হামলার  ঘটনায় পাঁচজন দুই দিনের রিমান্ডে, ছবি: সংগৃহীত

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরের গংগাচড়ায় ধর্মীয় অবমাননার অভিযোগে হিন্দুদের ঘরবাড়িতে হামলার ঘটনায় পাঁচজনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।  বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে গংগাচড়া আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কমল রায় এই রায় দেন।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, পুলিশের পক্ষ থেকে ওই পাঁচ আসামির পাঁচদিনের রিমান্ড আবেদন করা হলে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গংগাচড়া থানার ওসি আল এমরান। বিকেল সাড়ে ৩ টার দিকে কঠোর নিরাপত্তার মাধ্যমে জেলখানা থেকে তাদের আদালতে নেওয়া হয়। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন-নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের সিংগেরগাড়ি মাঝাপাড়ার লাভলু মিয়ার ছেলে ইয়াছিন আলী (২৫), ধনীপাড়ার নুর আলমের ছেলে স্বাধীন মিয়া (২৮), চাঁদখানা মাঝাপাড়ার গোলাম মোস্তফার ছেলে আশরাফুল ইসলাম (২৮), পাঠানপাড়ার মৃত বাবুল খানের ছেলে এসএম আতিকুর রহমান খান আতিক (২২) এবং চওড়াপাড়ার মোজাম্মেল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন সেলিম (২২)।

এদিকে, ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়ায় আলদাদপুর গ্রামের বালাপাড়ায় হিন্দুপল্লিতে হামলা-ভাঙচুরের ঘটনায় গত ২৯জুলাই মঙ্গলবার রাতে পাঁচজনকে গ্রেফতার করে যৌথবাহিনী। পরে বিকেলে আদালতে তোলা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গঙ্গাচড়া আমলি আদালতের বিচারক কৃঞ্চ কমল রায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

ঘটনার বিবরণে জানা যায়, গংগাচড়ার বেতগাড়ি ইউনয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের এক কিশোর (১৭) ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর লেখা ও ছবি দিয়েছে-এমন অভিযোগ পায় পুলিশ। পরে অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে শনিবার রাতে থানায় আনা হয়। পরে সাইবার সুরক্ষা আইনে মামলা করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। ওই কিশোর একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় পর্বের শিক্ষার্থী ও আলদাদপুর বালাপাড়া গ্রামের সুজন চন্দ্র রায়ের ছেলে। এ ঘটনায় উত্তেজিত জনতা শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত দফায় দফায় ওই কিশোরের বিচারের দাবিতে মিছিলসহ হিন্দুপল্লিতে ঢুকে অন্তত ১৮ পরিবারের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় একজন ভুক্তভোগী বাদি হয়ে ১২শ’ জনকে আসামি করে গঙ্গাচড়া থানায় মামলা করেন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে তরুণীকে আনুষ্ঠানিকভাবে ফেরতের পর আরও ৯ নারী-শিশুকে পুশইন

সংস্কার এবং নির্বাচন

মার্কিন শুল্কের হার কমিয়ে আনা রপ্তানি খাতের জন্য সন্তোষজনক: খসরু

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ১

ডিবির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আট নেতাকর্মী গ্রেফতার

ময়মনসিংহ রেলক্রসিংয়ে বালুবাহী ট্রাক, ট্রেনের ধাক্কায় চালকসহ আহত ২