ভিডিও বুধবার, ১৯ মার্চ ২০২৫

যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে নিহত ৩

যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে নিহত ৩, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে জেলার ঝিকরগাছা উপজেলার নবীবনগরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঝিকরগাছার গদখালি এলাকার নাজমা খাতুন (৫০), একই উপজেলার বামনালি গ্রামের হাসান ইকবাল (৩০) ও তার কন্যা রত্না খাতুন (১২)। তারা সবাই ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী ছিলেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান জানান, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোল অভিমুখী যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটি আসার সময় মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

আরও পড়ুন

আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়িতে দুবৃর্ত্তদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

নেত্রকোনায় মাদ্রাসা ছাত্রী অপহরণ, অভিযুক্ত আটক

দৈনিক করতোয়া’র হিসাবরক্ষক শাহিনের ভগ্নিপতির ইন্তেকাল

সোনারগাঁয়ে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

হামজার অনুশীলন দেখতে টিকিট লাগবে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কথিত জিনের বাদশার সদস্যদের মারপিটে যুবক আহত