ঋণ নিতে বাধা দেয়ায় স্ত্রীর গলায় ‘ছুরি চালালেন’ স্বামী

নিউজ ডেস্ক: মাগুরা জেলার শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামে ঋণের টাকা তুলে না দেওয়ার কারণে স্ত্রী রেহেনা বেগমের (৩৫) গলায় ছুরিকাঘাত করে ‘হত্যাচেষ্টা’ করেছেন ভ্যানচালক স্বামী মাজারুল বিশ্বাস। আহত গৃহবধূকে নড়াইল আধুনিক সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৮মার্চ) দুপুরের দিকে ঘটনাটি ঘটে।
বুধবার (১৯ মার্চ) সকালে শালিখা থানার ওসি ওলি মিয়া বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নড়াইল আধুনিক সদর হাসপাতালে আহতের স্বজন ইয়াসিন মুনসী বলেন, “স্থানীয় একটি সমিতির কাছে ১ লাখ টাকা ঋণ রয়েছে। এরই মধ্যে মাজারুল বিশ্বাস আবারো তাকে সমিতি থেকে ২ লাখ টাকা ঋণ এনে দিতে চাপ দেন রেহেনাকে। এ নিয়ে মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাজারুল রেহেনাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন। পরে তিনি রেহানার গলায় ছুরি চালিয়ে তাকে হত্যাচেষ্টা করেন।
চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে মাজারুল পালিয়ে যান। পরে স্বজনরা রেহেনাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতাল নিয়ে আসে।”
নড়াইল আধুনিক সদর হাসপাতালে সহকারী সার্জন ডা. সোহেলী জামান বলেন, “রেহেনা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। তিনি আশঙ্কা মুক্ত আছেন।”
মন্তব্য করুন