ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

ঈদে তিন চ্যানেলে রুমানা ইসলাম

রুমানা ইসলাম

অভি মঈনুদ্দীন ঃ দেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রুমানা ইসলামকে আগামী ঈদে তিনটি চ্যানেলে সঙ্গীত পরিবেশন করতে দেখা যাবে। চ্যানেলগুলো হচ্ছে বাংলাদেশ টেলিভিশন, নেক্সাস টিভি ও এটিএন বাংলা। বাংলাদেশ টেলিভিশনের ঈদ বিশেষ আয়োজন ‘গীতি আলাপন’-এ প্রখ্যাত সুরকার সঙ্গীত পরিচালক মনোয়োর হোসেনে টুটুলের সঙ্গে প্রথমবার দ্বৈত গান পরিবেশন করতে দেখা যাবে রুমানা ইসলামকে। শফিক তুহিনের লেখা ও হাবিব ওয়াহিদের সুরে একটি দ্বৈত গান পরিবেশন করবেন টুটুল রুমানা।

নেক্সাস টিভিতে ঈদ বিশেষ আয়োজন ‘গানের ওপারে’তে সঙ্গীত পরিবশন করতে দেখা যাবে রুমানাকে। এই আয়োজনে তিনি তার বাবা খান আতাউর রহমানের লেখা সুর করা কিছু গান, তার মা মাহবুবা রহমানের গাওয়া কিছু গান ও নিজের গাওয়া মৌলিক কিছু গানও পরিবেশন করবেন বলে জানালেন রুমানা ইসলাম। যারমধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ‘চেনা অচেনার ভীড়ে’,‘ যদি আর দেখা নাই হয়’,‘ আমার থাকতো যদি পাখির মতো ডানা’,‘ আগুন জ¦ালাইসনা আমার গায়’ ইত্যাদি।

নেক্সাস টিভির আয়োজনে সঙ্গীত পরিবেশন করে ভীষণ উচ্ছ্বসিত রুমানা ইসলাম। কারণ পুরো আয়োজনটিতে তিনি একাই সঙ্গীত পরিবেশন করেছেন যা শ্রোতা দর্শকেরা আগামী ঈদে উপভোগ করতে পারবেন। এদিকে এটিএন বাংলায় ‘চায়ের চুমুক’ অনুষ্ঠানেও সঙ্গীত পরিবেশন করতে দেখা যাবে রুমানা ইসলামকে। এই আয়োজনে তার সঙ্গে থাকবেন তারই মেয়ে সানিলা ইসলাম। যে কারণে এই অনুষ্ঠান নিয়েও ভীষণ উচ্ছসিত রুমানা ইসলাম।

আরও পড়ুন

আগামী ঈদের আয়োজনগুলো নিয়ে রুমানা ইসলাম বলেন,‘ এবারের ঈদটা কেমন যেন একটু অন্যরকমই লাগছে। কারণ এবারের ঈদে তিনটি চ্যানেলে আমার গান প্রচার হবে। এরমধ্যে প্রথমবার টুটুল ভাইয়ের সঙ্গে দ্বৈত গান করেছি। শফিক তুহিনের চমৎকার লেখা হাবিব দারুণ সুর করেছে। গানটি গাইতেও ভীষণ ভালোলেগেছে। আশা করছি শ্রোতা দর্শকের ভালোলাগবে। নেক্সাস টিভির আয়োজনটাও খুব ভালো হয়েছে। যেহেতু ঈদ বিশেষ অনুষ্ঠান। তাই আরো বেশি পরিপাটি গুছানো ছিলো গানের ওপারের আয়োজন। আমার বাবার লেখা ও সুর করা এবং আমার মায়ের গাওয়া কিছু গান গেয়েছি। আর এটিএন বাংলায় আমার মেয়ে সঙ্গে ছিলো। সবমিলিয়ে তিনটি চ্যানেলে তিন ধরনের আয়োজন প্রচারে এলে ভালোলাগবে দর্শকের। ধন্যবাদ বিটিভি, নেক্সাস ও এটিএন বাংলার সাথে সম্পৃক্ত সবার প্রতি। ঈদ হোক সবার জন্য আনন্দের ভালোলাগার। সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা।’

রুমানা ইসলাম সর্বশেষ ‘বিসিআরএ’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। অভি মঈনুদ্দীনের লেখা ও সুর করা ‘যেদিন চলে যেতে চেয়েছিলো তুমি’ গানটির জন্য তিনি শ্রেষ্ঠ গায়িকার সম্মাননায় ভূষিত হয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় বজ্রপাতে ট্রলিচালক নিহত 

 মধ্যরাতেই শেষ হচ্ছে দুই মাসের নিষেধাজ্ঞার, প্রস্তুত জেলেরা

২৫০ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

ড্যাফোডিলের পলিটেকনিক সমূহের সাথে ‘দ্য ডিউক অফ এডিনবার্গস অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশ (DEA-BD)’ এর চুক্তি স্বাক্ষরিত

বগুড়ায় এনসিপির সমাবেশে কয়েক দফা মারামারি

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির ৪৯তম সভা অনুষ্ঠিত