জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেটকার-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের বাঁশের ব্রিজ এলাকায় প্রাইভেটকার ও যাত্রীবাহী অটোভ্যানের মুখোমুখী সংঘর্ষে অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানের চালকসহ অপর দুইজন গুরুতর আহত হন। আজ বুধবার (১৯ মার্চ) বিকেল ৩টার দিকে জয়পুরহাট-বগুড়া মহসড়কে কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেটকারের মালিককে জনতা আটক করেন।
নিহত দুই যাত্রী হলেন, কালাই উপজেলার পুনট ইউনিয়নের ভূগোইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন মন্ডল (৪০) এবং একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৬০)। আর আহতরা হলেন, কালাই উপজেলার ভূগোইল গ্রামের ভ্যানচালক নুরুল ইসলাম আকন্দ এবং একই ইউনিয়নের বুড়াইল গ্রামের আশরাফ আলী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ বুধবার (১৯ মার্চ) বিকেলে অটোভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ তার ব্যাটারিচালিত ভ্যানে করে বাঁশের ব্রিজ এলাকা থেকে ৪-৫ জন যাত্রী নিয়ে পুনট বাজারে যাচ্ছিলেন। পথে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে বাঁশের ব্রিজ এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেটকারের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের দুই যাত্রী নিহত হন।
সেই সাথে আহত হন ভ্যানচালকসহ দুইজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এসময় চালক পালিয়ে গেলেও প্রাইভেটকারের মালিক বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরের ওয়ালটন শোরুমের মালিক চয়নকে আটক করে নিহত দুই লাশ সঙ্গে ভূগোইল গ্রামে নিয়ে যায় উত্তেজিত জনতা।
আরও পড়ুনপরে পুলিশ ও কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান ওই গ্রামে গিয়ে উত্তেজিত জনতাদের সঙ্গে বসে সমঝোতা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন এবং নিহত পরিবারদের কোন অভিযোগ না থাকায় প্রাইভেটকার মালিককে ছেড়ে দেওয়া হয়। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, নিহতের পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান বলেন, নিহতের ঘটনায় ভূগোইল গ্রামের লোকজন প্রাইভেটকারের মালিককে আটক করে নিয়ে যায়। এরপর গ্রামের মধ্যে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেখানে গিয়ে সবার সাথে কথা বলে পরিবেশ শান্ত করা হয়।
মন্তব্য করুন