ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

রোহিতের পর টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি

রোহিতের পর টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : রোহিত শর্মার অবসর ঘোষণার কয়েক দিন পর টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন বিরাট কোহলি। অনেক দিন ধরেই টেস্ট ক্রিকেট ছাড়তে বোর্ডের সঙ্গে কথা বলে যাচ্ছিলেন। তাকে অবশ্য রাজি করাতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তাতে লম্বা সংস্করণ থেকে কোহলির বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি ঘটেছে। 

কোহলি টেস্ট থেকে অবসর নিয়েছেন ১২৩ টেস্ট খেলে। যেখানে তার সংগ্রহ ৯ হাজার ২৩০ রান। তাতে রয়েছে ৩০টি সেঞ্চুরি ও ৩১টি হাফসেঞ্চুরি। কোহলি টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি ব্লু পরে নামার পর ১৪ বছর অতিক্রম হয়েছে। কখনও ভাবিনি এই ফরম্যাটে আমার যাত্রা এমন হবে। এটা আমার পরীক্ষা নিয়েছে, গড়ে তুলেছে আর এমন অনেক শিক্ষা দিয়েছে যা সারাজীবন সাথে রাখবো।’ আরও লিখেছেন, ‘যখন এই ফরম্যাট থেকে সরে দাঁড়াচ্ছি এটা মোটেও সহজ ছিল না। তবে এটাকেই সঠিক বলে মনে হচ্ছে। আমি আমার সব কিছু দিয়েছি, বিনিময়ে যতটুকু প্রত্যাশা করেছি তার চেয়েও বেশি সেটা আমাকে ফিরিয়ে দিয়েছে।’

কোহলি ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকের পর সেই বছরই অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট দলে জায়গা পাকাপোক্ত করে নেন। অন্য ব্যাটাররা যখন সংগ্রাম করছিল, ভারত ছন্দ ধরে রাখতে পারছিল না; তখন কোহলি প্রতি ম্যাচে উন্নতি করেছেন। অ্যাডিলেডে খেলেছেন ১১৬ রানের দুর্দান্ত ইনিংস। যা ছিল তার প্রথম টেস্ট সেঞ্চুরি। পরে তো টেস্ট অধিনায়ক হয়েছেন। তার অধীনে ৬৮ টেস্টে ভারত জিতেছে ৪০টি। যা তাকে জয়ের বিচারে ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক করে তুলেছে। 

আরও পড়ুন

৩০ সেঞ্চুরিতে ভারতের চতুর্থ সর্বোচ্চ সফল টেস্ট ব্যাটার কোহলি। যেখানে সবার ওপরে শচীন টেন্ডুলকার (৫১), রাহুল দ্রাবিড় (৩৬) ও সুনীল গাভাস্কার (৩৪)। টেস্টে তার ডাবল সেঞ্চুরি ৭টি। যা কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ। অধিনায়ক হিসেবেও তার সবচেয়ে বেশি সেঞ্চুরি ২০টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ামির হয়ে হ্যাটট্রিক পুরস্কার জিতলেন মেসি

‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি ও অভিনেতাদের লিগ্যাল নোটিশ

‘রাশিয়া-চীনের নিবিড় বন্ধুত্ব শিগগিরই পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে’

বাবর-শাহিনদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা ট্রাম্পের

মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে ওয়াশিংটনে কাল বসছেন বাণিজ্য উপদেষ্টা