ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে গণতান্ত্রিক ধারা ঠিকপথে থাকবে : আমীর খসরু

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সবার ধারনা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে গণতান্ত্রিক ধারা ঠিকপথে থাকবে।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি’র প্রতিনিধিদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। আমীর খসরু বলেন, নির্বাচন কবে হবে, কবে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে, জনগণের সমর্থিত জাতীয় সংসদ নিয়ে ইইউ’র সঙ্গে আলোচনা হয়েছে। সংস্কারের ক্ষেত্রে তারা সমর্থন পুনব্যক্ত করেছেন। সংস্কারের জন্য যেসব জায়গায় সহযোগিতা প্রয়োজন তা দেওয়ার আগ্রহ ব্যক্ত করেছে ইইউ। নির্বাচন আগে পরের বিষয়টি মুখ্য নয়, ঐক্যমত হলে সমাধান হবে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, বাকিটা ম্যান্ডেট নিয়ে রাজনৈতিক দলগুলো সংসদে গিয়ে বাস্তবায়ন করবে। সবার ধারনা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে গণতান্ত্রিক ধারা ঠিকপথে থাকবে।
প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ অংশ নেন। পরে ব্রিফ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মন্তব্য করুন