ভিডিও শুক্রবার, ২১ মার্চ ২০২৫

নেত্রকোণায় জমি নিয়ে বিরোধে প্রাণ গেল গৃহবধূর

আটপাড়ায় প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহতের ঘটনায় ওই বাড়িতে স্থানীয়দের ভিড়।

নেত্রকোণার আটপাড়ায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান ওই গৃহবধূ। এর আগে, ভোর সোয়া ৫টার দিকে নিজের বাড়িতে হামলার শিকার হন তিনিসহ আহতরা।

নিহত গৃহবধূ হচ্ছেন, উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের গনিপুর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী নূরজাহান বেগম (৪৫)।

স্থানীয়দের বরাতে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, গনিপুর গ্রামের বাবুল মিয়ার সাথে তার মামা একই গ্রামের লাল মিয়ার বিরোধ চলে আসছিল। এর জেরে আজ ভোরে লাল মিয়া ও তার লোকজন বাবুল মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলায় নুরজাহান বেগমসহ ৫ জন আহত হন। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান নূরজাহান বেগম। 

আরও পড়ুন

 

ওসি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুর রহমান বাবুর গানে উঠে এলো জীবনের সব ক্ষোভ

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতি মামলার আসামিসহ গ্রেফতার দুই

সিরাজগঞ্জে ছাত্রদল নেতা নিহতের ঘটনায় বিএনপির দুই নেতার পদ স্থগিত

মিঠুন-শ্রীদেবী সত্যিই কি বিয়ে করেছিলেন?

সিরাজঞ্জের রায়গঞ্জে নিখোঁজ চাচা-ভাতিজার লাশ উদ্ধার

ঈদ ঘিরে জমজমাট ভ্রাম্যমাণ ভ্যান মার্কেট, পণ্য কিনতে হবে দেখে-শুনে করতে হবে দর কষাকষি