ভিডিও শুক্রবার, ২১ মার্চ ২০২৫

সিরাজঞ্জের রায়গঞ্জে নিখোঁজ চাচা-ভাতিজার লাশ উদ্ধার

সিরাজঞ্জের রায়গঞ্জে নিখোঁজ চাচা-ভাতিজার লাশ উদ্ধার, প্রতীকী ছবি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজের ৫দিন পর ব্রিজের নিচ থেকে চাচা-ভাতিজার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ দিন আগে উপজেলার বৈকুন্ঠপুর গ্রামের বদিউজ্জামান শেখের ছেলে রিয়াজ উদ্দিন শেখ (২০) ও একই পরিবারের তোতা শেখের ছেলে হৃদয় শেখ (১৮) আপন চাচা-ভাতিজা। গত ১৫ মার্চ রাত ১০ টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর পরিবারের পক্ষ থেকে পরদিন বদিউজ্জামান রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডাইরি করেন। এরপর আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৪ টার দিকে উপজেলার ধানগড়া-সিরাজগঞ্জ সড়কের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ভেড়াদহ ব্রিজের নিচে জমে থাকা কচুরি পানার মধ্যে ভাসমান জোড়া লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় গ্রামবাসী। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিকেল সাড়ে ৫ টার দিকে জোড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে নিহত রিয়াজ উদ্দিনের বড় ভাই আলামিনের স্ত্রী আলেয়া খাতুন উপস্থিত সাংবাদিকদের জানান, চাচা-ভাতিজা নিখোঁজের পর থেকে একাধিক ফোনে ম্যাসেস ও ফোনের মাধ্যমে স্বজনদের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল খুনিরা। তারপর পর থেকে ওই ফোন নম্বরগুলো বন্ধ পাওয়ায় তাদের সাথে আর যোগাযোগ করতে পারেনি স্বজনরা। এবিষয়ে রায়গঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিকেল সাড়ে ৫ টার দিকে জোড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার হকার্স মার্কেটে মিলছে ‘হেনা জামা’ | Eid Shopping | Eid Market | Bogura | Daily Karatoa

আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই : প্রধান উপদেষ্টা

বিচারের পর আ.লীগকে জনগণ সুযোগ দিলে বিএনপির বলার কিছু নেই : রিজভী

গোয়ালন্দে বাসের ধাক্কায় নিহত মোটরসাইকেলে আরোহী

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ নিহত ২

চকবাজারে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গণপিটুনি, একজনের মৃত্যু