ভিডিও শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

৭০ বছর লিভ ইন শেষে বিয়ের পিঁড়িতে ৮ সন্তানের বাবা-মা!

ছবি : সংগৃহিত,৭০ বছর লিভ ইন শেষে বিয়ের পিঁড়িতে ৮ সন্তানের বাবা-মা!

আন্তর্জাতিক ডেস্ক : ভালোবাসার যে বয়স নেই, তা প্রমাণ করলেন ভারতের রাজস্থানের এক জুটি। দীর্ঘ ৭০ বছর একসঙ্গে (লিভ ইন) কাটিয়ে জীবনের শেষ প্রান্তে এসে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ৯৫ বছর বয়সী রামাভাই খারারি ও ৯০ বছর বয়সী জিওয়ালি দেবী।


জানা গেছে, ভারতের রাজস্থানের ডুঙারপুর জেলার বাসিন্দা রামাভাই খারারি ও জিওয়ালি দেবী দীর্ঘ ৭০ বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন। সাত দশকেরও বেশি সময় ধরে এক ছাদের নিচে বসবাস করলেও এতদিন কোনো আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান করেননি। তাদের রয়েছে আট সন্তান; যাদের অনেকেই পঞ্চাশ পেরিয়ে গেছেন। এমনকি তাদের নাতি-নাতনিদেরও অনেকের বিয়ে হয়ে গেছে।


সম্প্রতি রামাভাই ও জিওয়ালি দেবী সিদ্ধান্ত নেন, জীবনের এই পর্যায়ে এসে তারা বিয়েটা সেরে ফেলবেন। আর তাতে পরিবারের কারও কোনো আপত্তি ছিল না। তাদের ইচ্ছেকে সম্মান জানিয়ে পরিবার আয়োজন করে জমকালো বিয়ের অনুষ্ঠান। ডিজে, গায়ে হলুদ, সাতপাকে বাঁধা— সব ধরণের আনুষ্ঠানিকতা ছিল বিয়েতে। বাড়ি সাজানো হয় আলোকসজ্জায়, আর গোটা গ্রাম অংশ নেয় আনন্দঘন এই আয়োজনে।

আরও পড়ুন

নবদম্পতির ছেলে কান্তিলাল খারারি বলেন, ‘বাবা-মা যখন বিয়ের কথা বলেন, তখন আমরা সবাই আনন্দে রাজি হয়ে যাই। ওদের খুশিতেই আমাদের আনন্দ।’

বিবাহিত জীবনের সাত দশক পর আনুষ্ঠানিক বিয়ের এই ব্যতিক্রমী ঘটনাটি এখন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, ছুঁয়ে গেছে বহু মানুষের হৃদয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে চাঞ্চল্যকর গণধর্ষণের পর গৃহবধূর আত্মহত্যা : র‍্যাবের অভিযানে গ্রেফতার ১

তিস্তার পানি বাড়ায় ভোগান্তিতে বানভাসীরা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধে চলছে রান্নার কাজ 

দিনাজপুরের বিরলে পেঁপে চাষে কৃষকদের ভাগ্য বদলাচ্ছে

রংপুরে হিন্দুদের বাড়িতে হামলার  ঘটনায় পাঁচজন দুই দিনের রিমান্ডে  

বগুড়ার সোনাতলায় বৃষ্টির পানিতে স্কুল ভবনের ছাদ  চুয়ে শিক্ষার্থীদের বই খাতা ভিজে যাচ্ছে

বগুড়ায় যুবদল নেতা অতুলের ওপর হামলার  প্রতিবাদে জেলা যুবদলের  বিক্ষোভ