পটুয়াখালীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

পটুয়াখালীর মহিপুরে স্বামী মেহেদী হাসানের বিরুদ্ধে তাঁর স্ত্রী মাফিয়া (১৬) বেগমকে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে লতাচাপলী ইউনিয়নের পাঞ্জুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে মাফিয়ার পরিবার এটি হত্যা বললেও মেহেদীর পরিবার বলছে আত্মহত্যা।
মাফিয়ার মা হাফিজা বেগম ও ভাই বনি আমিনসহ তাদের পরিবারের সদস্যদের অভিযোগ, প্রায় তিন মাস আগে পারিবারিকভাবে একই গ্রামের মেহেদী হাসানের (২২) সঙ্গে মাফিয়ার (১৬) বিয়ে হয়। বিয়ের পর থেকেই মেহেদী মাফিয়াকে নির্যাতন করে আসছেন। গতকাল দুপুরে মাফিয়া তার ছোট বোন মারিয়াকে (১০) তার স্বামীর বাড়িতে যেতে বলেন। এ সময় মারিয়া তাদের বাড়িতে গিয়ে মেহেদী মাফিয়াকে ব্যাপক মারধর করছে দেখতে পেয়ে বাড়িতে এসে বলে দেয়।
বনি আমিন আরও জানান, রাত সাড়ে ৮টার দিকে মেহেদী তাঁর শ্বশুর হারিছকে কল করে মাফিয়া গলায় দড়ি দিয়েছেন বলে জানান। পরে মা হাফিজা বেগম ও বাবা হারিছ তাঁদের বাড়িতে গিয়ে মাফিয়াকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাফিয়াকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনতবে মাফিয়ার পরিবার এটিকে হত্যা বললেও মেহেদীর পরিবারের দাবি, মাফিয়া সবার অগোচরে ঘরের দোতলায় গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অনিমেষ জানান, মাফিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
মন্তব্য করুন