ভিডিও বুধবার, ০৭ মে ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যার চেষ্টা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যার চেষ্টা। প্রতীকী ছবি

মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের পল্লীতে এক স্কুল শিক্ষিকাকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে তারাবির নামাজ পড়ে মসজিদ থেকে ফেরার পথে তার ওপর আক্রমণ করা হয় বলে থানায় অভিযোগ করা হয়েছে।

ঘটনার শিকার ডলি বেগম নামের ওই শিক্ষিকা উপজেলার শালমারা ইউনিয়নের বুড়াবুড়ি আজিতুল্লাহ সরকার উচ্চবিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

ওই শিক্ষিকার স্বামী পার্শ্ববর্তী পচারিয়া উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: বেলাল উদ্দিন থানায় অভিযোগে জানান, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী কয়েকজন মিলে এ হত্যা চেষ্টা চালায়। কোচাশহর ইউনিয়নের ভাগগরীব গ্রামে তাদের বাড়ির পার্শ্ববর্তী মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে বের হওয়ার পরপরই এ আক্রমণ চালায় তারা।

আরও পড়ুন

এ সময় মারপিটের পাশাপাশি তারা লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কারও লুটে নেয় ডলি বেগমের শরীর থেকে। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে রাতেই গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রতিবেশীরা। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার আতাউল ইসলাম আজ শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি ‘অরাজনৈতিক’ মানুষ : আরিফিন শুভ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয়কে পুশইন

চলন্ত ট্রেনের ছাদ থেকে শিক্ষার্থীকে ফেলে দিল ছিনতাইকারীরা

নওগাঁর পোরশায় ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর ভাবনা নেই সরকারের : জ্বালানি উপদেষ্টা

গাইবান্ধায় ৪৬১ পিস ইায়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার