ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

চলন্ত ট্রেনের ছাদ থেকে শিক্ষার্থীকে ফেলে দিল ছিনতাইকারীরা

চলন্ত ট্রেনের ছাদ থেকে শিক্ষার্থীকে ফেলে দিল ছিনতাইকারীরা

রাজধানীর ক্যান্টনমেন্ট রেল স্টেশন এলাকায় ছিনতাইকারীরা চলন্ত ট্রেনের ছাদ এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (০৬ মে )রাতের এ ঘটনায় আফতাব আহমেদ আবির নামের ২০ বছর বয়সী ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবির উত্তরার ইউনাইটেড কলেজে থেকে এ বছর এইচএসসি পাস করে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।


আহত আবিরের বাবা আলাউদ্দিন আল আজাদ বলেন, তাদের বাসা দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায়। মঙ্গলবার বিকেলে আবির রাজধানীর গোপীবাগ এলাকায় তার আত্মীয়দের বাসায় গিয়েছিলেন। কমলাপুর থেকে বিমানবন্দর রেল স্টেশনে যাওয়ার জন্য রাত ৯টার দিকে ট্রেনের ছাদে উঠেছিলেন।

ট্রেনটি ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকা পার হওয়ার সময় ৩/৪ জন ছিনতাইকারী আবিরকে মারধর করে তার কাছ থেকে ৫০০ টাক ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

আরও পড়ুন

আলাউদ্দিন আল আজাদ বলেন, পথচারীরা গুরুতর আহত আবিরকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে খবর পেয়ে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ওই শিক্ষার্থী হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি আছেন। তার পরিবারের লোকজন সেখানে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুমাস জ্যৈষ্ঠের আগেই বগুড়ার বাজারে উঠেছে আম-লিচু

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে ৪ বাংলাদেশি আটক

পাবনার বেড়ায় যমুনায় তীব্র ভাঙন আতঙ্কিত পাঁচ গ্রামের মানুষ

বগুড়ায় বিআরটিএ অফিসে দুদকের অভিযান

বগুড়ার মহাস্থানগড়ে বৈশাখী উৎসব বৃহস্পতিবার

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রতীক বরাদ্দ