ভিডিও মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

মুক্তাগাছায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো দুইজনের

মুক্তাগাছায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো দুইজনের

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ রবিবার (২৩ মার্চ) দুপুর একটার দিকে উপজেলার নতুন বাজার খেলার মাঠ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আহমদপুর গ্রামের মো. লিটন খানের ছেলে মো. অনন্ত খান (২২) ও ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়া গ্রামের মো. আজিজুল হকের ছেলে মো. রাসেল মিয়া (২৫)। 

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, রাসেল মিয়া মুক্তাগাছায় মোটরসাইকেলের গ্যারেজে মেকানিকের কাজ করতেন। অনন্ত তার মোটরসাইকেল মেরামত করতে গ্যারেজে নিয়ে এসেছিলেন। দুপুরে দিকে রাসেলকে পেছনে বসিয়ে মোটরসাইকেলটি চালিয়ে ট্রায়াল দিচ্ছিলেন অনন্ত। পথে নতুন বাজার খেলার মাঠের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অনন্ত। এ সময় রাসেলসহ সড়কে থাকা আরও একজন আহত হন। তাদের মধ্যে রাসেলকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওসি বলেন, অনন্তর মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকের চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের বাধা উপেক্ষা করে শ্রম মন্ত্রণালয়ের অভিমুখে শ্রমিকরা

সন্ধান মিলেছে ভুট্টা ক্ষেতে উদ্ধার হওয়া সেই নবজাতকের মায়ের 

পুলিশের ৪৩ কর্মকর্তার রদবদল 

৩ এপ্রিল থাইল্যান্ড যাচ্ছেন ড. ইউনূস

বাংলাদেশ-ভারত মহারণ আজ, কখন-কোথায় দেখবেন?

আব্দুল হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় এনসিপি’র নিন্দা