ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

জয়পুরহাটে  জামায়াত-শিবিরের নেতাকর্মীদের লাঠিপেটার ভিডিও ভাইরাল, ওসি প্রত্যাহার

জয়পুরহাটে  জামায়াত-শিবিরের নেতাকর্মীদের লাঠিপেটার ভিডিও ভাইরাল, ওসি প্রত্যাহার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: ১৩ বছর আগে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের লাঠিপেটার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর জয়পুরহাটের ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলীকে প্রত্যাহার করা হয়েছে। ১২ দিন আগে তিনি ক্ষেতলাল থানায় যোগ দিয়েছিলেন।

মঙ্গলবার (২৪ জুন) রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জয়পুরহাট শহরে জামায়াতে ইসলামীর মিছিলে নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করছে। পুলিশ সদস্যদের মধ্যে হাসমত আলীকেও লাঠিচার্জ করতে দেখা যায়। তিনি তৎকালীন জয়পুরহাট সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

ভিডিও ভাইরাল হওয়ার পর হাসমত থানা ছেড়ে চলে যান। এরপর বুধবার সন্ধ্যায় ক্ষেতলাল থানার পরিদর্শক (তদন্ত) এস এম কামাল জানান, ওসি হাসমত আলীকে অফিসিয়ালি প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শামীম হোসেন মন্ডল বলেন, তৎকালীন এসআই হাসমত আলী জামায়াতের নেতাকর্মীদের বেধড়ক লাঠিপেটা করেছিলেন। লাঠিপেটায় জামায়াতের জয়পুরহাট জেলা শাখার তৎকালীন সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলামসহ অনেকে আহত হন। সেদিন গুলিতে শিবিরকর্মী বদিউজ্জামান মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আবদুল ওয়াহাব কিছু জানাতে রাজি হননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব