ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী ঢাকাইয়া আকবর ও দুই সহযোগী গুলিবিদ্ধ

চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী ঢাকাইয়া আকবর ও দুই সহযোগী গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক:  চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় প্রতিপক্ষের গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী আলী আকবর প্রকাশ ঢাকাইয়া আকবর (৪৪)। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে অন্তত ১০টি মামলা রয়েছে। 


শুক্রবার (২৩ মে) রাত সাড়ে আটটার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় আরও দুই পথচারী আহত হয়েছে। বর্তমানে কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগীদের হাতে আকবর গুলিবিদ্ধ হয়েছে বলে পুলিশের ধারণা। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে পতেঙ্গা সৈকতে একজনকে গুলি করা হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারা গুলি করেছে পুলিশ তা তদন্ত করছে।

আরও পড়ুন

ঘটনার প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় রাত আটটার দিকে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল আকবর। ওই সময় হঠাৎ ১০ থেকে ১২ জনের একটি দল এসে এলোপাতাড়ি গুলি করতে থাকে আকবরকে লক্ষ্য করে। গুলিতে আকবর মাটিতে লুটিয়ে পড়লে অস্ত্রধারীরা চলে যায়। গুলিবিদ্ধ ঢাকাইয়া আকবরসহ তিন জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব