ট্রাম্পের গোপন যুদ্ধ পরিকল্পনার তথ্য ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ইয়েমেনে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে একটি গোপন আলোচনা ফাঁস হয়েছে। কারণ ওই আলোচনা সংক্রান্ত গ্রুপ চ্যাটে ভুল করে এক সাংবাদিককে যুক্ত করা হয়েছিল। বিষয়টি হোয়াইট হাউজ নিশ্চিত করার পর, ট্রাম্প প্রশাসন রাজনৈতিক সমালোচনার মুখে পড়েছে। সোমবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার (২৪ মার্চ) হোয়াইট হাউজের বরাতে প্রভাবশালী সাময়িকী দ্য আটলান্টিকের প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ পায়। সেদিন দ্য আটলান্টিকের প্রধান সম্পাদক জেফরি গোল্ডবার্গ এক প্রতিবেদনে জানান, গত ১৩ মার্চ তাকে অপ্রত্যাশিতভাবে সিগন্যাল মেসেজিং অ্যাপের একটি গোপন চ্যাট গ্রুপে আমন্ত্রণ জানানো হয়। এই গ্রুপে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ হুতি যোদ্ধদের বিরুদ্ধে মার্কিন হামলার জন্য একটি ‘টাইগার টিম’ গঠনের দায়িত্ব দিয়েছিলেন তার ডেপুটি অ্যালেক্স ওংকে। গত ১৫ মার্চ ইয়েমেনে হামলার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জেফরির দাবি, তিনি ওই সিগনাল গ্রুপ থেকে আগেই এই ঐক্যবদ্ধ সামরিক অভিযানের বার্তা পান।
আরও পড়ুনসোমবার অনলাইনে পোস্ট করা এক প্রতিবেদনে সাময়িকীটি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষা সচিবসহ শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা ইয়েমেনে আসন্ন সামরিক হামলার যুদ্ধ পরিকল্পনা একটি গোপন মেসেজিং অ্যাপের গ্রুপ চ্যাটে টেক্সট করেছেন। যেখানে দ্য আটলান্টিকের প্রধান সম্পাদকও ছিলেন।
মন্তব্য করুন