ভিডিও বুধবার, ২৬ মার্চ ২০২৫

যুদ্ধবিরতি নিয়ে মিসরের নতুন প্রস্তাব, গাজায় আরও ৬৫ জনকে হত্যা

যুদ্ধবিরতি নিয়ে মিসরের নতুন প্রস্তাব, গাজায় আরও ৬৫ জনকে হত্যা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : গাজার যুদ্ধবিরতি পুনরুদ্ধারে একটি নতুন প্রস্তাব উত্থাপন করেছে মিসর। নিরাপত্তা সূত্রগুলো সোমবার (২৪ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, প্রস্তাবটি গত সপ্তাহে দেওয়া হয়েছে। এর মধ্যেই ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। এ নিয়ে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে প্রায় ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে অন্তত ৪০০ জন নারী ও শিশু। খবর : রয়টার্স 

মিসরের নতুন পরিকল্পনায় বলা হয়েছে, হামাস প্রতি সপ্তাহে পাঁচজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে এবং প্রথম সপ্তাহের পর ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর করবে, দুইটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে। হামাসের হাতে বর্তমানে ৫৯ জন ইসরায়েলি বন্দি রয়েছে, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় মোট ২৫০ জনকে বন্দি করা হয়েছিল। এর মধ্যে বেশিরভাগই পরবর্তী সময়ে মুক্তি পেয়েছে বা তাদের মৃতদেহ ফেরত দেওয়া হয়েছে।নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও হামাস উভয়ই এই প্রস্তাবে সম্মত হয়েছে। তবে ইসরায়েল এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। এক হামাস কর্মকর্তা রয়টার্সকে বলেন, বিভিন্ন প্রস্তাব নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চলছে, যাতে সমঝোতার মাধ্যমে একটি সাধারণ ভিত্তি খুঁজে পাওয়া যায়, যা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে পৌঁছানোর পথ তৈরি করবে। সূত্রগুলো জানিয়েছে, মিসরের প্রস্তাবে ইসরায়েলের সেনা প্রত্যাহারের একটি নির্দিষ্ট সময়সূচি অন্তর্ভুক্ত রয়েছে, যা যুক্তরাষ্ট্রের নিশ্চয়তার মাধ্যমে বাস্তবায়িত হবে। এর বিনিময়ে হামাস অবশিষ্ট বন্দিদের মুক্তি দেবে। 

হামাস ইসরায়েলের বিরুদ্ধে জানুয়ারি মাসের যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে। তবে সংগঠনটি নতুন করে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবগুলো পর্যালোচনা করছে। ইসরায়েল বলছে, তারা গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে, যাতে হামাসের হাতে থাকা বাকি বন্দিদের মুক্তি নিশ্চিত করা যায়। সোমবার হামাস একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ৩৫ বছর বয়সী এলকানা বোহবট ও ২৪ বছর বয়সী ইউসেফ হাইম-ওহানাকে দেখা গেছে, যারা ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভাল থেকে অপহৃত হয়েছিল। ইসরায়েল দাবি করছে, তারা বেসামরিক নাগরিকদের ক্ষতি কমানোর সর্বোচ্চ চেষ্টা করছে এবং গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত মৃত্যুর সংখ্যা প্রশ্নবিদ্ধ বলে মনে করছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে স্থাপিত হলো টারবাইন

গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়- সাবেক এমপি কাজী রফিক

জামায়াতের পক্ষ থেকে অর্থ সহযোগিতা পাচ্ছেন নৌকাডুবিতে বাবা-মা হারানো ছোট্ট দিপু

বগুড়াসহ উত্তরাঞ্চলে গণহত্যা দিবস পালন

বগুড়ার ধুনটে ২ ফ্রিল্যান্সারকে অপহরণের পরিকল্পনাকারী পুলিশ গ্রেফতার

বগুড়ায় ঈদের আগাম টিকিট বিক্রি শুরু : প্রথম দিন দীর্ঘ লাইন