মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে দুই সপ্তাহ ধরে বোমা হামলা চালানোর মাঝে এবার ইরানের সঙ্গে উত্তেজনা দেখা দেওয়ায় মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এমন সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) পেন্টাগন এ তথ্য জানিয়েছে।
তবে বিবৃতিতে পেন্টাগন এটা নিশ্চিত করেনি, ঠিক কত সংখ্যক যুদ্ধবিমান ওই এলাকায় মোতায়েন করা হয়েছে এবং সেগুলো সুনির্দিষ্টভাবে কোথায় পাঠানো হয়েছে। নাম না প্রকাশের শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, গত সপ্তাহে ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে মার্কিন ও ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ছয়টি বি-২ বোমারু বিমান আনা হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, বি-২ বোমারু বিমানগুলো উচ্চ প্রযুক্তি সম্পন্ন। এগুলো ভারী বোমা এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এই বিমান ব্যবহার করে মধ্যপ্রাচ্যে হামলা চালানো যুক্তরাষ্ট্রের জন্য খুবই উপযোগী।
পেন্টাগনের মুখপাত্র শাতন প্যানেল বলেন, যুক্তরাষ্ট্র এবং তার অংশীদাররা আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তিনি আরও যোগ করেন, ‘যদি ইরান বা তার প্রতিনিধিরা আমাদের কর্মী এবং স্বার্থকে হুমকি দেয়, তাহলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’ দিয়াগো গার্সিয়াতে ঠিক কতটি বি-২এস বিমান মোতায়েন করা হয়েছে সে বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন সামরিক কৌশলগত কমান্ড। এছাড়া মহড়াতে কিংবা অভিযান পরিচালনায় বি-২ বিমান অংশ নিচ্ছে কিনা সে সম্পর্কে মন্তব্য করেনি।
আরও পড়ুনধারণা করা হচ্ছে, মার্কিন সামরিক বাহিনী ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে তাদের শক্তিমত্তা বাড়িয়েছে এবং শিগগির ওই অঞ্চলে দুটো এয়ারক্রাফট পাঠানো হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ইরানে বোমা হামলার হুমকি দেওয়ার পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। যদি না তেহেরান পারমাণবিক কর্মসূচি বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করে।খবর : রয়টার্স
মন্তব্য করুন