মাদক ও ধারালো অস্ত্র উদ্ধার
বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় স্থানিয় জনতা মাদক ও ধারালো অস্ত্রসহ স্বেচ্ছাসেবকলীগের ওয়ার্ড সভাপতি রিপন মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। গ্রেফতার রিপন বগুড়া সদরের হটিলাপুর পানাতাপাড়া এলাকার মৃত মফসের প্রামাণিকের ছেলে এবং ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
ফুলবাড়ি ফাঁড়ির এসআই আব্দুর রহমান জানান, গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে স্থানিয় জনগণ সদরের মানিক চক এলাকা থেকে রিপন মিয়াকে আটক করে পুলিশের কাছে খবর দেয়। এরপর ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপন মিয়াকে গ্রেফতার করে।
আরও পড়ুনএসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ২৩ ইঞ্চি ছোরা এবং এক বোতল যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন