ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

পটুয়াখালীতে নারীকে ধর্ষণ ও মারধরের অভিযোগ

পটুয়াখালীতে নারীকে ধর্ষণ ও মারধরের অভিযোগ

নিউজ ডেস্ক:  পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে সোহাগ হাওলাদার (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে ২৩ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন।  


গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নে ধর্ষণ ও রাতে ধর্ষণে ব্যর্থ হয়ে ওই নারীকে মারধরের ঘটনাটি ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ও তার স্বামী।

হাসপাতালে ভুক্তভোগী নারী জানান, ‍আত্মীয়তার সুবাদে প্রতিবেশি সোহাগ তার ঘরে যাওয়া আসা করতেন। প্রায় আড়াই বছর আগে ঘরে একা পেয়ে সোহাগ তাকে ধর্ষণ করেন এবং ওই ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করেন। সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সোহাগ ওই নারীকে আরো কয়েকবার ধর্ষণ করেন। গতকাল দুপুরে ভুক্তভোগীকে ঘরে একা পেয়ে আবারো ধর্ষণ করেন ওই যুবক। সন্ধ্যায় ভুক্তভোগী নারীর স্বামী নদীতে মাছ শিকারে যান। রাত সাড়ে ১১টার দিকে ফের ধর্ষণ করতে গেলে ওই নারী সোহাগকে বাঁধা দেন এবং কৌশলে ফোনে তার স্বামীকে বিষয়টি জানান। এতে ক্ষিপ্ত হয়ে সোহাগ ভুক্তভোগীকে মারধর করেন। এসময় নারীর স্বামী বাড়িতে প্রবেশ করলে সোহাগ সেখান থেকে পালিয়ে যান।

আরও পড়ুন


ভুক্তভোগীর স্বামী বলেন, “আমি জেলে। তারা (অভিযুক্ত) এলাকার প্রভাবশালী। বর্তমানে মামলা না দেওয়ার জন্য তারা আমাকে হুমকি  দিচ্ছে। রাতে আমার স্ত্রী ফোন দিয়ে জানালে আমি মাছ ধরা বাদ দিয়ে বাড়িতে এসে সোহাগকে দেখতে পাই। আমাকে দেখে সে দৌঁড়ে পালিয়ে যায়। সোহাগকে এ কাজে আরো কয়েকজন সহযোগিতা করে। আমি আমার স্ত্রীকে নির্যাতনকারীর শাস্তির দাবি জানাচ্ছি।”

কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন, “রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।” 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

ক্যাপিটাল সিরাজ ভবনের বেজমেন্টে ছিল সিলিন্ডার ও জেনারেটর-ফায়ার সার্ভিস

বগুড়ায় আ‘লীগ নেতা ডা মিল্লাতকে আটক করে ডিবিতে সোপর্দ করলেন এনসিপি নেতারা

বগুড়ার নন্দীগ্রামে চার কিলোমিটার কাঁচা রাস্তায় ভোগান্তি লাখো মানুষের

‘তুমি রবে নীরবে’ মিউজিক ভিডিওর দৃশ্যে সহশিল্পীর সঙ্গে মৌ

সাবলিা কী পারবনে