ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

বগুড়ায় ছাত্রদল নেতাসহ ৫ জনকে ছুরিকাঘাতের  ঘটনায় ১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ছাত্রদল নেতাসহ পাঁচজনকে ছুরিকাঘাত করার ঘটনায় এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার রাতে স্টেডিয়াম ফাঁড়ির পুলিশ তাকে গ্রেফতার করে। স্টেডিয়াম ফাঁড়ির এসআই আল আমিন জানান, গতকাল রোববার রাত তিনটার দিকে শহরের সেউজগাড়ী মন্ডলপাড়ায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধৃত রনি ওরফে অনিক (৩২) সেউজগাড়ী মন্ডলপাড়ার মো: আব্দুল কাদেরের ছেলে।

আজ সোমবার (৭ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হয়েছে। শনিবার রাত ৯ টার দিকে দুই নারীর সাথে অশোভন আচরনের প্রতিবাদ করায় সন্ত্রাসীরা বগুড়া রেলস্টেশনে ছাত্রদল নেতা যোবায়েরসহ ৫ জনকে ছুরিকাঘাত করে। ছুরিকাহত অপর ৪ জন হলেন, শহরের চকসূত্রাপুর এলাকার মিজানুর রহমানের ছেলে পিয়াল (২০), আব্দুস সালামের ছেলে নাঈম (১৮) এবং মৃত শাহিনুরের ছেলে তানভীর (২০) ও ঈশান (১৭)।

এদের মধ্যে ঈশান ছাড়া যোবায়েরসহ চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈশান হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ১৫ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, ছুরিকাঘাতের ঘটনায় রনি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত অন্যদেরকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার শাহবাগে গণজমায়েতের ডাক

বগুড়ার সোনাতলায় আ’লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার 

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

বগুড়া কাহালুর মুরইল ইউনিয়ন আ‘লীগের সা.সম্পাদক আল আমিন গ্রেফতার

প্রমত্তা করতোয়া এখন মরা খাল!

আ.লীগ নেত্রীর মেয়েকে জুলাইযোদ্ধা অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় কুপিয়ে জখম