ভিডিও বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে চুরি যাওয়া শাড়িসহ গ্রেফতার ৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে চুরি যাওয়া শাড়িসহ গ্রেফতার ৪

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ শাহজাদপুরে কাপড়ের হাটের গোডাউন থেকে চুরি হওয়া শাড়িসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল, পৌর সদরের দ্বারিয়াপুর লোদীপাড়া মহল্লার রেজাউল করিমের স্ত্রী নাজমা খাতুন (৩৫), ইসলামপুর রামবাড়ী মহল্লার মৃত আ: হাই এর ছেলে নুহু প্রাং (৩৩), উপজেলার পোরজনা ইউনিয়নের চর পোরজনা (বাজিতপুর) গ্রামের নীল চাঁন এর ছেলে মনিরুল ইসলাম (৩১) এবং সাত্তার মোল্লার ছেলে এরশাদ মোল্লা (২৫)।

শাহজাদপুর থানার পুলিশ জানান, কাপড় ব্যবসায়ী আব্দুল কাদের দীর্ঘদিন ধরে শাহজাদপুরে মজিদ সুপার মার্কেটর ৩য় তলায় গোডাউন ভাড়া নিয়ে শাহজাদপুর হাটে কাপড় কেনা বেচা করে আসছেন। এবারও হাটে ঈদের বেচাকেনা শেষে গোডাউনে শাড়ি কাপড় গোডাউনে রেখে বাড়ি চলে যান।

এরপর গত শনিবার হাটে কাপড় কেনাবেচার জন্য গোডাউন খুলে দেখেন প্রায় ৬শ’ পিস শাড়ি কাপড় গোডাউন থেকে চুরি হয়ে গেছে। পরবর্তীতে শাহজাদপুর থানায় অভিযোগ দায়ের করলে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এস.আই কাঞ্চন কুমারের নেতৃৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গত সোমবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩৮ পিস শাড়িসহ ৪ জনকে আটক করে থানা পুলিশ।

আরও পড়ুন

এ ব্যপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম আলী আজ মঙ্গলবার (৮ এপ্রিল) জানান, চুরিকৃত ৬শ’ পিস শাড়ির মধ্যে থেকে ৩৮ পিস উদ্ধারসহ ৪ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং চুরি যাওয়া অবশিষ্ট শাড়ি কাপড় উদ্ধারে নিবিড় তদন্ত ও জড়িতদের আটকের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে কিছু শাড়ি উদ্ধার হওয়ায় ব্যাবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমরা বোঝাতে চাই বিএনপি সংস্কারের বিষয়ে কতটা সিরিয়াস’

গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক অবরোধ

‘ধর্ষণের দৃশ্যের পর পুরো শরীর কাঁপছিল, বমিও হয়েছে’

সুইডেন দিচ্ছে রোহিঙ্গাদের জন্য ১ কোটি ২৭ লাখ মার্কিন ডলার

‘ওরা প্রশ্ন করে-আমি কেমন মুসলিম’

‘আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে’