ভিডিও বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাট, সারাদেশে গ্রেফতার ৭২

 ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাট, সারাদেশে গ্রেফতার ৭২, ছবি: সংগৃহীত।

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জন।

পুলিশ জানায়, ভিডিও, স্থিরচিত্র এবং সিসিটিভি বিশ্লেষণের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়েছে। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছে তারা। এসব ঘটনায় মোট ১০টি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আরও মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও নিন্দনীয় ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ দাবি করছে।

আরও পড়ুন

উল্লেখ্য, গত সোমবার সোমবার বিভিন্ন শহরে গাজার প্রতি সহমর্মিতা জানিয়ে আয়োজিত প্রতিবাদ-সমাবেশ চলাকালে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় বাটা, কেএফসি’র মতো প্রতিষ্ঠানগুলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন, মতামত জানাবেন নিয়োগকৃত ৭ অ্যামিকাস কিউরি

এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করলেন যমুনা সেতু

পাঠক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হলো দৈনিক করতোয়া

জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ

গাজীপুরে ট্রেন আটকে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস