ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

৭১ সালে দেশ স্বাধীন হলেও মানুষ প্রকৃত স্বাধীনতা পায়নি : জামায়াতের নায়েবে আমীর

৭১ সালে দেশ স্বাধীন হলেও মানুষ প্রকৃত স্বাধীনতা পায়নি : জামায়াতের নায়েবে আমীর। ছবি : দৈনিক করতোয়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জামায়াতের নায়েবে আমীর মজিবুর রহমান বলেছেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। সেজন্যই তারা বাববার আন্দোলন সংগ্রাম করেছে। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে মানুষ স্বাধীনতা পেয়েছে। তবে এই স্বাধীনতার পূর্ণ সুফল আসবে দেশে ইসলামী রাষ্ট্র প্রতষ্ঠিত হলে।

আজ রোববার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সংসদ এমন এক স্থান, যেখানে যে আইনই উঠানো হয় সেটিই পাস হয়। সংসদ ধর্ম নিরপেক্ষতার আইনে চলেছে, জাতীয়তাবাদ দিয়ে চলেছে, মানুষের তৈরি মতবাদে চলেছে। এরপরও কি দেশের মানুষ শান্তি বা তার নায্য অধিকার পেয়েছে?

আরও পড়ুন

সম্মেলনের প্রধান বক্তা,জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমাীর নুরুল ইসলাম বুলবুল বলেন, শ্রমিক সভ্যতা বিনির্মাণের হাতিয়ার। উন্নয়ন ও অগ্রগতির চালিকা শক্তি। শ্রমিকের ঘাম, রক্ত ও কর্মের মাধ্যমে গড়ে উঠেছে আজকের এই সভ্যতা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, দেশে সর্বাধিক অবহেলিত শ্রমিকরা। যখন যে সরকার ক্ষমতায় এসেছে, তারা শ্রমিকের স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলেছে, মিথ্যা আশ্বাস দিয়েছে।

ফেডারেশনের জেলা সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনিমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভুঁইয়া। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা রফিকুল ইসলাম, জামায়াতের রাজশাহী মহানগর আমীর ড. কেরামত আলী, সাবেক এমপি লতিফুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় প্রাণহানি ছাড়াল ৫৭৫০০

যমজ শিশুকে বিলের পানিতে ফেলে ‘হত্যা’, আটক মা–বাবা

দু’দেশের জন্যই লাভজনক শুল্কচুক্তি চায় ঢাকা: শফিকুল আলম

ইরান থেকে দেশে ফিরলেন আরও ৩২ জন

৮ জুলাই সোমবার ‘বাংলা ব্লকেড’ এর দ্বিতীয় দিন

দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ হাজি