জয়পুরহাটের ক্ষেতলালে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলালে চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে বাসার ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগে আব্দুল কুদ্দুস (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, আজ বুধবার (৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার বিনাই গ্রামের চতুর্থ শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালায় ওই গ্রামের আব্দুল কুদ্দস নামে এক ব্যক্তি। ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুটিকে বাড়ির ছাদ থেকে ফেলে দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।
পড়ে স্থানীয় লোকজন শিশুটির চিৎকারে ছুটে এসে তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠিয়ে দেন।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, আব্দুল কুদ্দুস গত এক বছর আগে কালাই উপজেলার আতাহার বামন গ্রাম থেকে ক্ষেতলাল উপজেলার বিনাই মধ্যপাড়া গ্রামে বসবাস করে। ওই গ্রামে প্রবাসী কাবিলের নির্মানাধীন ফাঁকা বাড়ির গেটের সামনে শিশুকে একা পেয়ে ধর্ষণের উদ্দেশ্যে ওই বাড়ির রুমে নিয়ে যায়। এ সময় প্রতিবেশী এক ব্যক্তি শিশুটির মুখ চেপে ধরা দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন।
আরও পড়ুনখবর পেয়ে ঘটনাস্থলে লোকজন গিয়ে ওই বাড়ি ঘেরাও করলে বাড়ির দোতলার ছাদ থেকে শিশুটিকে ফেলে দেয় ওই লম্পট। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আব্দুল কুদ্দুস ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপেন্দ্রনাথ সিংহ বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অপরাধীকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন