ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

রংপুরের বদরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য আহত

রংপুরের বদরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য আহত। প্রতীকী ছবি

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় মাহিন চন্দ্র রায় নামে এক ইউপি মারাত্মক আহত হয়েছেন। তিনি উপজেলার দামোদরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় শেখেরহাট থেকে তিনি মোটরসাইকেলযোগে তার নিজ বাড়ি চম্পাতলীতে ফিরছিলেন।

পথিমধ্যে এক বাঁশঝাড়ের কাছে দুর্বৃত্তরা রশি টেনে তার গতিরোধ করে। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। এসময় তার আর্তচিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে দৃর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মেডিকেল অফিসার ডা. প্রশান্ত রায় জানিয়েছেন বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং তা’ তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

দামোদরপুর ইউপি চেয়ারম্যান শেখ আবু বক্কর সিদ্দিক ক্ষোভ প্রকাশ করে বলেন, জনপ্রতিনিধিরা জনগণের নানা কাজে দিনরাত ছুটে বেড়ান। কিন্তু তাদের যদি এধরণের ঘটনার মুখোমুখি হতে হয় তাহলে সেটা সবার জন্যই আতঙ্কের বিষয়। তাই অবিলম্বে দোষীদের গ্রেফতার করে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস