ভিডিও শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

সুন্দরবনে অপহৃত ছয় নারীসহ ৩৩ জেলে উদ্ধার

সুন্দরবনে অপহৃত ছয় নারীসহ ৩৩ জেলে উদ্ধার

সুন্দরবনে মাছ শিকার করতে গিয়ে ডাকাতদের হাতে মুক্তিপণের দাবিতে অপহৃত ছয় নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ড। এসময় তাদের ব্যবহৃত ১৬টি নৌকা উদ্ধার করা হয়। তবে এসময় ডাকাত দলের কোনো সদস্যকে গ্রেপ্তার করতে পারেনি কোস্টগার্ড। 

বুধবার দিনভর সুন্দরবনে কড়কড়ি নদের মাল্লাখালী এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড তাদের উদ্ধার করে। এসব জেলেদের ডাকাত বাহিনী করিম শরীফের দল জনপ্রতি ১০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করে বলে কোস্টগার্ড দাবি করেছে।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে কোস্টগার্ড সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন

মোংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট ইশমাম হাসান ফাহিম বলেন, ‘সুন্দরবনে মাছ ও কাঁকড়া শিকার করতে যাওয়া জেলেরা মুক্তিপণের দাবিতে অপহরণ হয়েছে—এই গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযানে যায়। ডাকাত দল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ফাঁকা গুলি ছুড়ে বনের গহীনে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সেখান থেকে ১৬টি নৌকা, ছয়জন নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করে।’

ইশমাম হাসান ফাহিম আরও বলেন, ‘ডাকাত দল জনপ্রতি ১০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করে বলে জেলেরা অভিযোগ করেছেন। গত ৯ এপ্রিল সকালে বনবিভাগের কাছ থেকে পাস পারমিট নিয়ে এই জেলেরা মাছ ও কাঁকড়া শিকার করতে বনে প্রবেশ করে। এদের সবার বাড়ি খুলনার কয়রা উপজেলার বিভিন্ন গ্রামে। তাদের বাড়ি পাঠানো হচ্ছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী

রণবীরের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন ক্যাটরিনা

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত

যুক্তরাষ্ট্রের ১৫ প্রেক্ষাগৃহে চলবে শাকিবের ‘বরবাদ’

গাজায় ইসরায়েলের হামলা : নিহত ৪০

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা