ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে আহত করা রং মিস্ত্রি মারা গেছেন

পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে আহত করা রং মিস্ত্রি মারা গেছেন

নিউজ ডেস্ক:  লক্ষ্মীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে কুপিয়ে আহত করা রং মিস্ত্রি ইউছুফ হোসাইন (৩৫) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার (১১ এপ্রিল) সকালে মারা যান তিনি। সন্ধ্যায় নিহতের স্ত্রী রুমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৫ এপ্রিল সকালে লক্ষ্মীপুর পৌরসভার রাজিবপুর এলাকায় ইউছুফকে কুপিয়ে আহত করা হয়।

নিহতের স্ত্রী রুমা আক্তার বলেন, “উত্তর রাজিবপুর এলাকার নির্মাণ শ্রমিক হারুনুর রশিদের কাছে ইউছুফ ৫ হাজার টাকা পেতেন। গত ৪ এপ্রিল রাতে মোবাইল ফোনে হারুনের কাছে ইউছুফ পাওনা টাকা থেকে ১ হাজার টাকা চান। এনিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরদিন ইউছুফের বন্ধু ওমর তাকে ডেকে নিয়ে যান হারুনের কাছ থেকে টাকা নেওয়ার জন্য। স্থানীয় বাবুলের দোকানের সামনে হারুন ধারালো অস্ত্র দিয়ে ইউছুফের পেটে আঘাত করেন। এতে ইউসুফ জ্ঞান হারান।”  

তিনি আরো বলেন, “ঘটনাস্থল থেকে ওমরসহ স্থানীয়রা ইউছুফকে উদ্ধার করে সদর হাসপাতাল নিয়ে যান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

রুমা আক্তার বলেন, “আমার তিনটি সন্তান এতিম হয়ে গেল। তাদের নিয়ে আমি কার কাছে যাবো। আমার স্বামীকে হারুন কুপিয়ে হত্যা করেছে। আমি তার বিচার চাই।”

আরও পড়ুন

নিহতের বোন সুমি আক্তার বলেন, “পাওনা টাকা চাওয়ায় আমার ভাইকে হারুন ডেকে নিয়ে হত্যা করেছে। দ্রুত তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

ঘটনার পর থেকে হারুনুর রশিদ পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, “মোবাইল ফোনে ঘটনাটি আমাকে জানানো হয়েছে। কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ, আহত ১

১৮ জুলাই মোবাইলে ১ জিবি ইন্টারনেট ফ্রি

বৃহস্পতিবার সারাদেশে আলিম ও কারিগরি বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

নির্বাচনে শাপলা প্রতীক নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত

কুড়িগ্রামের উলিপুরের চরাঞ্চলের গ্রাহকরা সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে