ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। ছবি : দৈনিক করতোয়া

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : উত্তরবঙ্গের শিক্ষার্থীদের জন্য কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে (কুড়িকৃবি) অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে হওয়াতে উত্তরবঙ্গের কৃষি শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। আজ শনিবার ১২ এপ্রিল) ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণের জন্য কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, অতীতে উত্তরবঙ্গের শিক্ষার্থীদের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ঢাকাতে যেতে হতো।

এতে শিক্ষার্থীদের থাকা-খাওয়া ও যাতায়াত বাবদ প্রায় ১০ হাজার টাকা এবং মূল্যবান ২০ ঘণ্টা সময় ব্যয় হতো। পাশাপাশি, তাদের মানসিক চাপসহ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হতো। যার কারণে আমরা কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির প্রথম সভায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেই। পরবর্তীতে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ভর্তি কমিটি সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা গ্রহণের জন্য অনুমোদন দেয়।

আরও পড়ুন

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ.কে. ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহ: রাশেদুল ইসলাম উত্তরবঙ্গের শিক্ষার্থীদের যাতায়াতসহ বিভিন্ন বাস্তবমুখী সমস্যাগুলো তুলে ধরেন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়েই ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপনের যৌক্তিকতা জোরালোভাবে উপস্থাপন করেন। পরবর্তীতে, কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটি সর্বসম্মতিক্রমে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদন করে।

কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর উপকেন্দ্রের অধীনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ, রংপুর ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর উপকেন্দ্রে মোট ৮হাজার ৮৮৯ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জের পনির ও রাতাবোরো ধান পেলো জিআই স্বীকৃতি

নিজেদের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল

বিএনপির শ্রমিক সমাবেশে গণসংগীত

শিশুশ্রমের মামলা বাড়লেও কমেছে নিষ্পত্তি

সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন

আজ খাবারের তালিকায় থাকুক রুই মাছের কোরমা