ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না : নেতানিয়াহু

ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না : নেতানিয়াহু, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি চান বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি ভবিষ্যতের যেকোনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ইসরাইলের ধ্বংসের একটি প্লাটফর্ম হবে বলে উল্লেখ করেছেন। সেই কারণে নিরাপত্তার স্বার্থে সার্বভৌম ক্ষমতা ইসরাইলের কাছেই থাকা উচিত বলে জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার (৭ জুলাই) হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকরে সময় ইসরাইলের প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নেতানিয়াহু বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরাইলে হামলা চালানো হয়। উপত্যকাটি হামাস নিয়ন্ত্রণ করে। এ থেকেই ধারণা করা যায় ফিলিস্তিনিরা রাষ্ট্র পেলে কী করতে পারে। এসময় ট্রাম্পকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন, দ্বি-রাষ্ট্র গঠনই সমাধান কিনা? জবাবে ট্রাম্প বলেন, ‘আমি জানি না।’ পরে নেতানিয়াহু বলেন, ‘আমি মনে করি, ফিলিস্তিনিদের নিজেদের শাসনের জন্য সব ক্ষমতা থাকা উচিত, কিন্তু আমাদের জন্য হুমকি সৃষ্টি করার মতো কোনো ক্ষমতা থাকা উচিত নয়। এর অর্থ হলো সার্বভৌম ক্ষমতা-যেমন সামগ্রিক নিরাপত্তা সবসময় আমাদের হাতেই থাকবে।’

তিনি আরও বলেন, ৭ অক্টোবরের হামলার পর মানুষ বলছে, ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র আছে। আর হামাসের রাষ্ট্র হলো গাজা। কিন্তু সেখানে তারা কী করেছে। তারা সেটাকে সুন্দর করে গড়ে তোলেনি, বরং তারা সেখানে বাংকার, সন্ত্রাসী সুড়ঙ্গ তৈরি করেছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, এরপর তারা আমাদের জনগণের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে, নারীদের ধর্ষণ করেছে, পুরুষদের শিরচ্ছেদ করেছে, আমাদের কিবুতজে হামলা চালিয়ে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়েছে। যেমনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও নাৎসিদের সময় হলোকাস্টে দেখা গিয়েছিল। তাই এখন মানুষ আর সহজে বলবে না, চলো, তাদের আরেকটা রাষ্ট্র দেই। কারণ সেটি হবে ইসরাইলকে ধ্বংস করার একটি প্ল্যাটফর্ম।

আরও পড়ুন

নেতানিয়াহু বলেন, ‘যারা আমাদের ধ্বংস করতে চায় না, আমরা আমাদের সেই সব ফিলিস্তিনি প্রতিবেশীর সঙ্গে শান্তি স্থাপন করব। আর সেই শান্তি এমন হবে, যেখানে আমাদের নিরাপত্ত-সার্বভৌম নিরাপত্তার ক্ষমতা-সব সময় আমাদের হাতেই থাকবে।’ ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হতে দেয়া যাবে না জানিয়ে তিনি আরও বলেন, ‘এখন অনেকেই বলবে, ‘এটা তো পূর্ণাঙ্গ রাষ্ট্র নয়, এটা রাষ্ট্রই নয়, এটা ওটা।’ এতে আমাদের কিছু যায় আসে না। আমরা শপথ করেছি-আর কখনো নয়। আর কখনো নয়-মানে এখনই। এটা আর কখনো ঘটতে দেয়া হবে না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে রাত হলেই যাত্রীদের কাছে সিএনজি চালকদের অতিরিক্ত ভাড়া আদায়

ঘরোয়া উপায়ে মাছি তাড়াবেন যেভাবে

ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা, মরদেহ উদ্ধার

নতুন সিনেমায় নিশো ও চঞ্চল ,মুক্তি ঈদে

এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী