ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

নারী সেজে হাজারেরও বেশী পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন চীনের এক ব্যক্তি

ছবি : সংগৃহীত,নারী সেজে হাজারেরও বেশী পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন চীনের এক ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক : নারী সেজে ১ হাজার ৬৯১ জন পুরুষের সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন করেছেন চীনের পূর্বাঞ্চলীয় শহর নানজিংয়ে এক মধ্যবয়স্ক ব্যক্তি। শুধু তাই নয়, গোপন মুহূর্তগুলোর ভিডিও ধারণ করে অনলাইনে ছড়িয়েও দিয়েছেন। এই খবর দেশটির সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

চীনের জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম উইবো-তে মঙ্গলবার ‘রেডআংকেল’ হ্যাশট্যাগটি শীর্ষ ট্রেন্ডে উঠে আসে।


বিষয়টি ঘিরে ব্যবহারকারীরা বিস্ময়, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। হ্যাশট্যাগটি কমপক্ষে ২০০ মিলিয়ন বার দেখা হয়েছে।
নারীর ছদ্মবেশে ‘রেড আংকেল’-এর কাণ্ড

অনলাইন পোস্টগুলোতে দাবি করা হয়, ওই ব্যক্তি তার বাড়িতে ১ হাজার ৬৯১ জন বিপরীত লিঙ্গের (হেটারোসেক্সুয়াল) পুরুষকে প্রলুব্ধ করে যৌনসম্পর্ক স্থাপন করেন এবং সেই মুহূর্তগুলো গোপনে ভিডিও করে তা অনলাইনে ছড়িয়ে দেন। এসব ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনাই সামাজিক মাধ্যমে আতঙ্ক ও সমালোচনার জন্ম দেয়।


নানজিংয়ের জেলা পুলিশ মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, অভিযুক্ত ওই ব্যক্তি নারীর পোশাক পরে ভিডিও ধারণ ও ছড়ানোর অভিযোগে রবিবার আটক হন। তার নামের শেষাংশ ‘জিয়াও’ বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো খবর অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তির বয়স ৬০ বছর বলা হলেও, পুলিশ জানায় তার বয়স ৩৮। তারা দাবি করেছে, অভিযুক্তের সঙ্গে ১ হাজারের বেশি পুরুষের যৌনসম্পর্ক স্থাপনের খবর ‘অতিরঞ্জিত’, তবে নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।


চীনে সমলিঙ্গের সম্পর্ক নিষিদ্ধ নয়, তবে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও অনলাইনে ছড়ানো আইনত দণ্ডনীয়। কারো অনুমতি ছাড়া যৌন সম্পর্কের ভিডিও ধারণ ও প্রচার গোপনীয়তা লঙ্ঘনের শামিল এবং এটি একটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় প্রায় ১০০ জন পুরুষের একটি কোলাজ ছবি ছড়িয়ে পড়ে, যাদের ‘রেড আংকেল’-এর সঙ্গে দেখা হয়েছে বলে দাবি করা হয়। অনেক নারী ব্যবহারকারী তাদের প্রেমিক বা স্বামীদের ছবিগুলোতে খুঁজতে শুরু করেন। কেউ কেউ মজা করে বলেন, ‘নিজের মানুষটি ওই ছবিতে আছে কি না, দেখে নিন!’

আরও পড়ুন

যৌনরোগ ও মহামারির আশঙ্কা

ব্যাপারটি জনস্বাস্থ্য নিয়েও গুরুতর উদ্বেগ তৈরি করেছে।


অনেকেই যৌনবাহিত রোগ (এসটিডি) ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেন, ‘এটা জনস্বাস্থ্য বিভাগের জন্য বিশাল মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে।’
এ বিষয়ে রাষ্ট্রীয় সমর্থিত গণমাধ্যম জিমু নিউজকে এক শহর স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘যদি কেউ ঘনিষ্ঠ সংস্পর্শে আসার কারণে নিজের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হন, তারা যেকোনো সময় আমাদের কাছে এসে পরীক্ষার সুযোগ নিতে পারেন।’

চীনের এই ‘রেড আংকেল’ কাণ্ড শুধু আইনগত নয়, সমাজিক ও স্বাস্থ্যগত দিক থেকেও বড় ধরনের আলোচনা সৃষ্টি করেছে। যৌন গোপনীয়তা, সম্মতি, অনলাইনে অশ্লীলতা ছড়ানো এবং জনস্বাস্থ্যের ঝুঁকি—সবকিছু মিলিয়ে চীনের সামাজিক মাধ্যমে এটি এখন অন্যতম আলোচিত ইস্যু। পুলিশ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং মামলাটি কীভাবে এগোয়, তা নিয়ে জনগণের কৌতূহল তুঙ্গে।

সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মারা যাচ্ছে মানুষ

বগুড়ার শেরপুরে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৬ জন গ্রেফতার

জুলাই স্মৃতি স্তম্ভ বানাতে’ ভেঙে ফেলা হচ্ছে জামালপুরের বিজয় চত্বর

ফেইসবুকে কু-রুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় শাজাহানপুরে ৭ আইডি‘র বিরুদ্ধে জিডি

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণা দুই ভাইসহ গ্রেপ্তার ৪

নির্বাচিত হলে সকল সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের