ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

কষ্টার্জিত জয়ে পূর্ণ পয়েন্ট বার্সা’র

কষ্টার্জিত জয়ে পূর্ণ পয়েন্ট বার্সা’র, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : লা লিগায় কষ্টার্জিত এক জয় তুলে নিয়ে শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল বার্সেলোনা। শনিবার রাতে লেগানেসের মাঠে স্বাগতিকদের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে জিতে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে কাতালানরা। এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করেছে হ্যান্সি ফ্লিকের দল। ১২ ম্যাচে অপরাজিত থাকা বার্সার পয়েন্ট এখন ৭০। তাদের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে রিয়াল এখনও তাদের চলতি রাউন্ডের ম্যাচ খেলেনি।

লেগানেসের বিপক্ষে ম্যাচটি সহজ ছিল না বার্সা'র জন্য। প্রথমার্ধে উভয় দলই গোলের সুযোগ তৈরি করলেও ফলাফল শূন্যই ছিল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় বার্সেলোনা। ৪৮ মিনিটে রাফিনহার ক্রস রবার্ট লেভান্ডোভস্কির উদ্দেশে হলেও বল ক্লিয়ার করতে গিয়ে তা নিজেদের জালেই পাঠিয়ে দেন লেগানেস ডিফেন্ডার জর্জ সাএন্স। এরপর লেগানেস একাধিকবার ম্যাচে ফেরার চেষ্টা করলেও সফল হতে পারেনি। একবার গোল পেয়েও তা বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। বার্সাও আরও একটি গোলের সুযোগ তৈরি করে, তবে লামিন ইয়ামাল শেষ মুহূর্তে লক্ষ্যভ্রষ্ট হন।

আরও পড়ুন

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৪ ম্যাচে অপরাজিত বার্সেলোনা আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে খেলবে। প্রথম লেগে ৪-০ গোলে জয় পেয়েছিল ফ্লিকের দল। অন্যদিকে, অবনমনের শঙ্কায় থাকা লেগানেস ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি এ দেশের খেটে খাওয়া মাটি ও মানুষের দল - আহসানুল তৈয়ব জাকির

চাঁপাইনবাবগঞ্জে চীনা রাষ্ট্রদূত বাগান পরিদর্শন করে আম আমদানিতে আগ্রহ প্রকাশ করলেন

রাজশাহী এলজিইডিতে একজনের কাজ করে অন্যজন, ব্যবস্থা নেবে দুদক

জাবি আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় স: আ: হক কলেজের সাফল্য

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে করতোয়া নদী থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

বগুড়ায় মুক্তিপণের দাবিতে অপহৃত স্কুল ছাত্র উদ্ধার : নারী গ্রেফতার