ভিডিও রবিবার, ১১ মে ২০২৫

নাটোরে আদালতের মালখানা থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার

নাটোরে আদালতের মালখানা থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার

নাটোর সংবাদদাতা : নাটোরে আদালতের মালখানা থেক চুরি হওয়া ১৬ ভরি স্বর্ণ ও ২৫ কেজি রুপা উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ৬১ লাখ টাকার মধ্যে ২৪ লাখ টাকাও উদ্ধার করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় এ তথ্য জানান, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান।

মাহবুর রহমান বলেন, ঘটনার পর আটককৃতদের দেওয়া তথ্য এবং অনুসন্ধানে গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কোর্টের পেছনে সার্কিট হাউসের ড্রেন থেকে ২৪ লাখ টাকাসহ চুরি হওয়া সব স্বর্ণ ও রুপা উদ্ধার হয়েছে। চুরি হওয়া অবশিষ্ট টাকা নাটোরের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। সেই টাকা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আশা করি দ্রুত সময়ের ভেতরেই টাকাগুলো উদ্ধার করতে পারব।

আরও পড়ুন

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় আদালতের মালখানার জানালার গ্রিল কেটে দু:সাহসিক চুরির ঘটনা ঘটে। সেখান থেকে বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণালঙ্কারচুুরি হয়। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় দস্যুতা ও প্রতারণা মামলার আসামিসহ গ্রেফতার চার

বগুড়ার গাবতলীর পদ্মপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন দেশ সেরা

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাত্রলীগ সমর্থক সজিবের বিরুদ্ধে নাশকতা মামলা, জুলাই গেজেটে নাম প্রকাশ

নিষিদ্ধ হলো আওয়ামী লীগের কার্যক্রম

বগুড়ার শেরপুরে কৃষকের ভুট্টা লুটের অভিযোগ

সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সূর্য দহনে পুড়ছে রাজশাহী