ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

জামালপুর কারাগারে কয়েদির মৃত্যু

জামালপুর জেলা কারাগার

জামালপুর জেলা কারাগারে অসুস্থতাজনিত কারণে মো. রফিকুল ইসলাম (৪১) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১৩ এপ্রিল) সকাল ৯ টার দিকে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জেল সুপার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃত রফিকুল ইসলাম জেলার মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের পূর্বরেখিরপাড় এলাকার বাসিন্দা। তিনি চেক জালিয়াতির মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ১ জানুয়ারী জেলহাজতে পাঠানো হয় তাকে।

আরও পড়ুন

 

এ প্রসঙ্গে জেল সুপার আবুল কালাম আজাদ বলেন, রফিকুল ইসলাম ডায়েবেটিস ও কিডনী রোগে ভোগছিলেন। রবিবার সকাল সাড়ে সাত টার খাবারের আগে তিনি ইনসুলিন নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, রফিকুল ইসলামকে চেক জালিয়াতির মামলায় বিজ্ঞ আদালত ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন। এছাড়াও তার বিরুদেদ্ধ ৫ লাখ টাকা অর্থদণ্ডের ও আদেশ দেওয়া হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিআই পণ্যের স্বীকৃতি পেল বরিশালের আমড়া

আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায়

শ্রমিকদলের আয়োজিত সমাবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অংশগ্রহণ