বগুড়ার শাজাহানপুরে চলাচলের রাস্তায় ড্রেন নির্মাণ করে একটি পরিবারকে অবরুদ্ধের অভিযোগ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরে দীর্ঘদিনের চলাচলের রাস্তায় ড্রেন তৈরি করে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠছে প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার খরনা ইউনিয়নের নাদুরপুকুর চকপাড়া গ্রামে। এ বিষয়ে শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, যমুনা নদীর ভাঙনের শিকার হয়ে ২০০১ সালে খরনা নাদুরপুকুর চকপাড়া গ্রামে ১২ শতক জমি কিনে বসতি স্থাপন করেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা আব্দুল কাদের। এরপর থেকে প্রতিবেশী মৃত মোসলেম উদ্দিনের তিন ছেলে আনোয়ার, মোতাহার ও রুবেল মিয়ার স্বেচ্ছায় দেওয়া তিন ফুট চওড়া রাস্তা দিয়ে চলাচল করছিলেন তারা।
এক দশক পর ২০১১ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশীরা দাবি তোলে তাদের বসতবাড়ির ধোয়া-মোছার পানি আব্দুল কাদেরের জায়গায় রাখার সুযোগ দিতে হবে। অন্যথায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হবে। কিন্তু বসতবাড়ির উঠানের পাশে গাছপালা লাগানোর কারণে প্রতিবেশীদের প্রস্তাবে সম্মত হতে পারেননি আব্দুল কাদের। বিষয়টি নিয়ে সেসময় উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও মারামারির ঘটনা ঘটে। একই দাবিতে ২০২৩ সালে ফের আব্দুল কাদেরের ওপর চড়াও হন প্রতিবেশী তিন ভাইয়ের পরিবারের সদস্যরা। তারা চলাচলের রাস্তা বন্ধ করে দেন।
এ বিষয়ে খরনা ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করেন আব্দুল কাদের। অভিযোগের প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বাড়ির সীমানা মাপজোক করা হয় এবং স্থানীয়ভাবে আপোস-মিমাংসা হয়। একপর্যায়ে গত শনিবার সকাল ৮টার দিকে প্রতিবেশী তিন ভাইয়ের পরিবারের সদস্যরা চলাচলের একমাত্র রাস্তাটি খুড়ে তাতে নিজেদের বাড়ির ধোয়া-মোছার পানি জমিয়ে রাখেন।
আরও পড়ুনফলে সেখানে নর্দমার সৃষ্টি হয়েছে। ওই নর্দমার কারণে আব্দুল কাদেরের পরিবারের সদস্যরা রাস্তাটি ব্যবহার করতে পাচ্ছেন না। এতে পরিবারটি পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে। এ ঘটনায় আব্দুল কাদেরের ছেলে মুঞ্জুরুল আলম বাদি হয়ে গত শনিবার সন্ধ্যায় শাজাহানপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা শাজাহানপুর থানার উপ-পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেই সাথে বিষয়টি তদন্তের জন্য তিনি উভয়পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় হাজির হতে বলেছেন।
মন্তব্য করুন