ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

বগুড়ার শেরপুরে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের চার নেতা-কর্মী গ্রেফতার

বগুড়ার শেরপুরে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের চার নেতা-কর্মী গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে বিস্ফোরক,ভাংচুর, হামলা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের চার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দিনে ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো সীমাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমানে ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক, টাকা ধুকুরিয়া গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে আল আমিন খান (৩৭), ভবানীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক চন্ডিপুর গ্রামের মৃত রসুল মাহমুদের ছেলে আব্দুর রাজ্জাক (৪০), ভবানীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক, ছোনকা পূর্বপাড়া গ্রামের কাশেম আলীর ছেলে সোহেল রানা (৪৫) ও ভবানীপুর ইউনিয়নের যুবলীগ কর্মী চন্ডিপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে মো: শাহ আলম (২৮)।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের টাকাধুকুরিয়া বাজার এলাকা থেকে আল আমিন খানকে গ্রেফতার করা হয়। একই দিন দুপুর সাড়ে ১১টায় ভবানীপুর ইউনিয়নের দলিল এলাকা থেকে অন্য তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ব্যান, আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল যমুনা

যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবির বিষয়ে চুপ ভারত

চার ঘণ্টায়ও প্রধান উপদেষ্টার সাড়া পাননি আন্দোলনকারীরা

খেলার জার্সি পরে যমুনার সামনে রমনার ডিসি

পঞ্চগড়ে ছিলাম, যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছি: সারজিস

নতুন পোপ হলেন রবার্ট প্রেভোস্ট