ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা। প্রতীকী ছবি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে মাচালে বসাকে  কেন্দ্র করে পৌরসভার রামবাড়ী মহল্লায় বিপুল শেখ (৩৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ১৫/১৬ জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই ব্যবসায়ীর বাড়ির সামনে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

এসময় বাধা দিতে গেলে তার বড় ভাই নুরুজ্জামান (৫৫) ও স্ত্রী আমেনা খাতুন (৪২) আহত হন। নিহত বিপুল ওই গ্রামের মাজেদ শেখের ছেলে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে নিহত বিপুলের বড় ভাই নুরুজ্জামান জানান, ৩/৪ দিন আগে বিপুল তার বাড়ির সামনে রাস্তার ধারে বসার জন্য একটি মাচাল তৈরি করে। ওই মাচাল তৈরি নিয়ে প্রতিবেশী আওয়ামী লীগ নেতা শহিদুল ও সাদ্দাম গংদের সাথে বিপুলের বাকবিতন্ডা হয়।

আরও পড়ুন

এক পর্যায়ে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে শহিদুল, সাদ্দাম, তরিকুল ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিপুলের বাড়িতে  হামলা চালায় এবং তাকে টেনে হিচড়ে রাস্তায় নিয়ে এসে হাতুড়ি ও হাসুয়া উপর্যুপরি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বড় ভাই আরও  অভিযোগ করেন মাচাল তৈরির পর থেকে শহিদুল-সাদ্দাম গংরা বিপুলকে হত্যার হুমকি দিয়ে আসছিল।

এবিষয়ে গতকাল শনিবার থানার অফিসার ইনচার্জ আছলাম আলি জানান, মাচাল তৈরি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যাবসায়ী বিপুলকে হত্যার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে এ ঘটনায় টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদীকে প্রতিহত করতে হলে দেশে নির্বাচিত সরকার প্রয়োজন : রিজভী

শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়

ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে সৎ ও দক্ষ  নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে  শ্রমিক কল্যাণ ফেডারেশন --গোলাম রব্বানী

জমির বিরোধের জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের ৭ দিন পর মৃত্যু

কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু বিএনপির শ্রমিক সমাবেশ

ঢাকাসহ ৮ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি