কক্সবাজারে টানা দুদিন শান্তা জাহান
_original_1745074392.jpg)
অভি মঈনুদ্দীন ঃ বছরজুড়েই উপস্থাপনায় ব্যস্ত থাকেন এই সময়ের অন্যতম ব্যস্ত এবং সেরা উপস্থাপিকা শান্তা জাহান। কখনো টিভি শো’তে সরাসরি, কখনো টিভি শো’য়ের রেকর্ডিং নিয়ে আবার কখনো ঢাকা ও ঢাকার বাইরে স্টেজ শো’র উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি।
ঈদ পরবর্তী সময়টাও ছিলো এবার শান্তা জাহানের বেশ ব্যস্ত সময়। এরইমধ্যে ফ্যান্টাসি কিংডম এবং শীতলক্ষ্যা বন্দরে দুটি ভিন্ন স্টেজ শো’র উপস্থাপনা করেছেনও তিনি। শান্তা জাহান জানান আগামী ২৩ ও ২৪ এপ্রিল তিনি কক্সবাজারে পরপর দুদিন গ্লোবাল এয়ার’র দিনব্যাপী অনুষ্ঠানের উপস্থাপনা করবেন তিনি। তবে সেখানে যাবার আগে আজকের দিনটি তিনি বিশেষভাবে পরিবারের সঙ্গেই কাটাবেন। কারণ আজ তার জন্মদিন।
শান্তা জাহান বলেন,‘ কিছুদিন আগেও জন্মদিন একটু বিশেষভাবে উদযাপন করার চেষ্টা করতাম। কিন্তু এখন আর জন্মদিন উদযাপন করার মতো ভাবনাটা নেই। আমার কাছে মনে হয় প্রতিদিনই জন্মদিন। সুস্থভাবে সুন্দরভাবে প্রতিদিন বেঁচে থাকাটাই হচ্ছে আমার কাছে জীবনের প্রথম সৌন্দর্য্যতা। সেই দোয়টাই চাই সকলের কাছে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন। আর জন্মদিনের পরই চলে যাবো কক্সবাজারে। সেখানে টানা দুদিন উপস্থাপনায় ব্যস্ত থাকবো। কক্সবাজারে এর আগেও বহুবার গিয়েছি। কখনো ঘুরতে, কখনো কাজে। এবার আবার কাজে যাচ্ছি। আশা করছি এবারের আয়োজনটাও স্মরনীয় হবে।’
শান্তা জাহান নিয়মিত অভিনয়েও কাজ করার প্রস্তাব পান। তবে এখন উপস্থাপনায় নিজেকে এমন একটি অবস্থানে নিয়ে এসেছেন চাইলেই তিনি যে কোনো ধরনের গল্পের নাটকে অভিনয় করবেন না। গল্প এবং চরিত্রে ভালোলাগলেই কেবল অভিনয় করতে রাজি তিনি। তদ্রুপ সিনেমাতেও কাজ করার ইচ্ছে রয়েছে শান্তা জাহানের। সেখানেও গল্প এবং চরিত্র পছন্দ হওয়াটাও ভীষণ জরুরী। গেলো ঈদে প্রথমবার কাতারে শোতে উপস্থাপনা করেছেন তিনি। যে কারণে এবারের ঈদের দিনটা পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ হয়নি শান্তা জাহানের।
আরও পড়ুনঈদে টানা সাতদিন জিটিভির ‘তারা স্টার’, চ্যানেল নাইনের ‘ঈদ স্টার’ ও বাংলা টিভির ‘তারার ঈদ’ অনুষ্ঠানের উপস্থাপনায় দেখা যায় শান্তা জাহানকে। দেশে ফিরে বাংলাভিশন ও মাই টিভি’র সরাসরি অনুষ্ঠানের উপস্থাপনা করেন তিনি।
এদিকে আগামী ১১ এপ্রিল ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টেরও উপস্থাপনা করার কথা ছিলো শান্তা জাহানের। তবে আপাতত এই কনসার্টটি স্থগিত আছে। আবারো যেকোনো সময় এই কনসার্ট শুরু হলে শান্তা জাহান যথারীতি উপস্থাপনার দায়িত্বে থাকবেন।
মন্তব্য করুন