ভিডিও রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

আজ ইস্টার সানডে, বিশেষ প্রার্থনায় জাতির মঙ্গল কামনা

আজ ইস্টার সানডে, বিশেষ প্রার্থনায় জাতির মঙ্গল কামনা, ছবি: সংগৃহীত।

খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ বা যিশু খ্রিষ্টের পুনরুত্থান দিবস রোববার (২০ এপ্রিল)। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। এদিন দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে।খ্রিষ্টান ধর্মমতে, যিশু খ্রিষ্ট এই দিনে মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হন। পাপমুক্ত করেন মানব সমাজকে। পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদি শাসকগোষ্ঠী যিশু খ্রিষ্টকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিলো। বিশ্বাস করা হয়, মৃত্যুর তৃতীয় দিবস বা রোববার যিশুখ্রিস্টের পুনরুত্থান হন।

যিশুখ্রিস্টের এই পুনরুত্থানের সংবাদ খ্রিষ্টবিশ্বাসীদের জন্য খুবই আনন্দের ও তাৎপর্যপূর্ণ। এই দিনটিকে তারা ইস্টার সানডে হিসেবে পালন করে থাকেন। দিবসটি উপলক্ষ্যে খ্রিষ্টধর্মাবলম্বীরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

ইস্টার সানডে উপলক্ষ্যে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া যৌথ বিবৃতিতে বিশ্বের সব খ্রিষ্টান ভাইবোন এবং দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইস্টার সানডের চেতনা বিশ্ব ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালনে সক্ষম হবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

দিনটি উপলক্ষ্যে সকালে মিরপুর ১০ নম্বরে ঢাকা আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চে প্রাতঃকালীন প্রার্থনা করেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। এরপর প্রার্থনাসংগীত, বাইবেল পাঠ, আশীর্বচন অনুষ্ঠিত হয়।এছাড়া রাজধানীর কাকরাইল ও তেজগাঁওয়ের ক্যাথলিক চার্চ মিশনসহ সব গির্জায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শের-ই-বাংলা ছিলেন এক অনন্য প্রতিভার অধিকারী : তারেক রহমান

সীমান্তে আরও একজনকে গুলি করে হত্যা করল বিএসএফ

রাজবাড়ীর পদ্মা নদী থেকে যুবকের ভাসমান মস্তকবিহীন মরদেহ উদ্ধার

হুসেইন আল-শেখফিলিস্তিনের নয়া ভাইস প্রেসিডেন্ট

ময়মনসিংহে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে হট্টগোল, সেনাহস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

ইসরায়েলের বিমানঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা