ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

কাবাঘরের বার্ষিক গোসল : ঐতিহাসিক আয়োজন ১০ জুলাই

কাবাঘরের বার্ষিক গোসল : ঐতিহাসিক আয়োজন ১০ জুলাই

সৌদি আরবের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান কাবা শরিফের গোসল (গুসলে কাবা) অনুষ্ঠান। ১৪৪৭ হিজরির ১৫ মহররম মুতাবেক ২০২৫ সালের আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিত হবে। চাঁদ দেখার ভিত্তিতে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। ইসলামি বিশ্বে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ধর্মীয় আয়োজন।

সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা এসপিএর বরাতে জানা যায়, এই পবিত্র অনুষ্ঠানে মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব, উলামা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তারা জামজম পানি, গোলাপজল ও উৎকৃষ্ট উদ সুগন্ধির মিশ্রণ দিয়ে কাবা শরিফের অভ্যন্তরীণ দেওয়াল ধৌত করেন।
 
অনুষ্ঠানের মূল কর্মসূচি
এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সৌদি বাদশাহ ও তার মনোনীত প্রতিনিধি, দুই পবিত্র মসজিদের খাদেম, মুসলিম বিশ্বের সম্মানিত ওলামায়ে কেরাম, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বরা। বিশেষ এই দিনে কাবাঘরের ভেতরের দেওয়াল পরিষ্কার করার কাজ হবে, যা তিনটি ধাপে সম্পন্ন করা হবে:
প্রথম ধাপ: পবিত্র জমজমের পানি দিয়ে ধৌতকরণ।

দ্বিতীয় ধাপ: গোলাপজল দিয়ে পরিষ্কার।
তৃতীয় ধাপ: উৎকৃষ্ট গুণের সুগন্ধিযুক্ত পানি (ত্বাইফের গোলাপসহ) দিয়ে শেষ ধাপ।

অনুষ্ঠানের তাৎপর্য
এটি শুধু কাবাঘরের পরিচ্ছন্নতার অনুষ্ঠান নয়, বরং কাবার প্রতি মুসলমানদের গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশও। প্রতি বছর রমজান মাসের আগে এবং হজের পর মহররম মাসের শুরুতে এই অনুষ্ঠান আয়োজিত হয়। তবে, সীমিত সংখ্যক ভাগ্যবান ব্যক্তি সরাসরি অংশ নিতে পারবেন। অনুষ্ঠানটি মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে দেখা হয় এবং এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম নেতৃবৃন্দের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন

আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং ডিজিটাল সুবিধা
বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং সৌদি টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে এটি লাইভ সম্প্রচার করা হবে। ৫০টিরও বেশি দেশে এই আয়োজনের বিশেষ সম্প্রচার ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীদের জন্য ভার্চুয়াল রিয়েলিটি টেকনোলজি মাধ্যমে ৩৬০ ডিগ্রি ভিউ এবং ১৫টি ভাষায় সিমাল্টেনিয়াস ট্রান্সলেশন সুবিধা পাওয়া যাবে। এছাড়া, বিশেষ মোবাইল অ্যাপে রিয়েল টাইম আপডেটও সরবরাহ করা হবে।

দর্শনার্থীদের জন্য তথ্য
১০ জুলাই সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাবাঘরের তাওয়াফ এলাকা সীমিত থাকবে এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। ইসলামিক ইনফরমেশনের মুখপাত্র ড. খালিদ আল-মাগরিবি বলেছেন, এই অনুষ্ঠান মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক। বিশ্বের কোটি মুসলমান এই মুহূর্তের জন্য অপেক্ষা করেন।

উল্লেখ্য, প্রতিবছর সাধারণত দুইবার কাবা শরিফ গোসল দেওয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একবার রমজানের পূর্বে, আরেকবার হজের পর, মহররম মাসের শুরুতে। যদিও এই অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকার সুযোগ কেবল বিশেষ আমন্ত্রিতদের জন্য সীমাবদ্ধ, তবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছবি ও ভিডিও প্রকাশিত হলে এটি সকল মুসলমানের জন্য এক অভিন্ন আত্মিক মুহূর্তে রূপ নেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে শাপলা প্রতীক নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত

কুড়িগ্রামের উলিপুরের চরাঞ্চলের গ্রাহকরা সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে

ঠাকুরগাঁওয়ে লোমহর্ষক দস্যুতা আট লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

আবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : জাকির

বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে চাপা পড়ে চায়না শিফট ম্যানেজার নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অর্থ ও মাদকসহ ১০ জুয়াড়ি গ্রেফতার