ভিডিও শনিবার, ১৯ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জে মিছিলের প্রস্তুতি, আ. লীগ কর্মীসহ আটক ৭

নারায়ণগঞ্জে মিছিলের প্রস্তুতি, আ. লীগ কর্মীসহ আটক ৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের এক কর্মীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে ধারণা করছে পুলিশ। আজ সোমবার (২১ এপ্রিল) ভোরে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন-আবুল, মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বল, শাহ আলম, তপন এবং রাসেল।

এদের মধ্যে ফতুল্লা থানার লালপুরের পুকুরপাড় এলাকার বাসিন্দা আবুল পেশায় একজন ঠিকাদার এবং নিজেকে যুবলীগ নেতা হিসেবে পরিচয় দেন। তিনি ছাত্রহত্যায় অভিযুক্ত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেলের সহযোগী হিসেবে পরিচিত।

জানা গেছে, সোমবার ভোরে শিবু মার্কেট এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। গোপন সূত্রে এমন খবর পেয়ে তাদের আটক করে পুলিশ।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, আজ ভোরে শিবু মার্কেট থেকে সাতজনকে আটক করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি ও তাদের নাম-ঠিকানা ও এর সঙ্গে আরো কারা কারা সম্পৃক্ত, তা নিশ্চিত হতে কাজ করছি। তাদের কেউ রাজমিস্ত্রি কেউ বা অন্য পরিচয় দিচ্ছে। 

আরও পড়ুন

তিনি আরো বলেন, আটককৃতদের একজন জানিয়েছেন, তিনি আগে থেকে আওয়ামী লীগের সব কর্মসূচিতে যেতেন।

আমরা সবার মোবাইল ও অন্যান্য তথ্য যাচাই করছি। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জ চলনবিলের হাট-বাজারে মাছ ধরার ফাঁদ চাই বিক্রির ধুম পড়েছে

বগুড়ার শিবগঞ্জে ২১৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

স্বৈরাচার প্রতিরোধ দিবসে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

নওগাঁর মান্দায় বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বিএনপি’র মৌন মিছিল কর্মসূচি পালন

গণঅভ্যুত্থান স্মরণে হাতিরঝিলে ড্রোন শো