বগুড়ায় ৬ কেজি গাঁজাসহ তিন কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুরে ৬ কেজি গাঁজাসহ দুই নারীসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২ বগুড়ার সদস্যরা গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সাজাপুর ফুলতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আবুল কাশেম (৪৫), দিনাজপুরের হাকিমপুর উপজেলার আয়েশা সিদ্দিকা (২০) ও আছমা খাতুন (৪৫)। র্যাব-১২ বগুড়া কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সাজাপুর ফুলতলা এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করে।
আরও পড়ুনএ সময় ৬ কেজি গাঁজা উদ্ধার ও দুই নারীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত দুটি স্মার্টফোন, একটি বাটন ফোন, চারটি সিম কার্ড ও দুই হাজার ৩৮০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন