বগুড়ায় জুলাই শহীদদের স্মরণে জিলা স্কুলে মোমবাতি প্রজ্বলন ও স্মরণ সভা

স্টাফ রিপোর্টার : বগুড়া জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিবারের আয়োজনে আজ শুক্রবার (১৮ জুলাই) ২৪’র জুলাই-আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়া জিলা স্কুল মাঠে দুই শতাধিক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এতে অংশ নেয়। বগুড়া জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মেহেদী হাসান শাহেদের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন এনসিপি বগুড়ার সদস্য এজাজ আল ওয়াসী জ্বীম, এনসিপি যুবশক্তি বগুড়ার সংগঠক মহিদ উল নবী মিশু, বৈষম্য বিরোধী ছাত্রনেতা জাকিরুল ইসলাম।
স্মরণ সভায় বক্তারা বলেন, জুলাই আমাদের আবেগের জায়গা। তাই সবাই আমরা যে যার অবস্থান থেকে জুলাই-আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করছি ২৪’র জুলাই আন্দোলন হাজারো ভাই ও বোন শহীদ হয়েছে। তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে ডিজিটাল বাকশাল সরকারের পতন হয়েছে। নতুন বাংলাদেশে আর কোন বৈষম্য থাকবে না।
আরও পড়ুনযে তাজা রক্তের বিনিময়ে অভিশাপ মুক্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। আমাদের দেশ থেকে আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করেছি। এদেশে আর কোন স্বৈরাচারের জন্ম হবে না। যাতে করে তাদের আত্মত্যাগ কোন ভাবেই কোন ষড়যন্ত্র যেন এদেশকে আর অস্থিতিশীল করতে না পারে।
বগুড়া জিলা স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয়ের পরিবারের আয়োজনে ও মৌলিক বাংলার সহযোগিতায় মোমবাতি প্রজ্বলন জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মুশফিক, আকাশ সিংহ, সৌধ, শাকিব, শাহেদ, তামিম, হাবিব, অয়ন, মাসুদ, তুরাগসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন