ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

কাশ্মীরের হামলাকে ভারতের ‘ফলস ফ্ল্যাগ’ বলছে পাকিস্তান

কাশ্মীরের হামলাকে ভারতের ‘ফলস ফ্ল্যাগ’ বলছে পাকিস্তান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বন্দুক হামলায় ভারতীয় নৌবাহিনী অফিসারসহ ২৬ জন পর্যটক নিহতের ঘটনাকে ‘ফলস ফ্ল্যাগ’ বলছে পাকিস্তান। ফলস ফ্ল্যাগ হলো কোনো দেশের পরিকল্পিত ভয়াবহ ঘটনাকে সুক্ষ্মাভাবে অন্য দেশের ঘাড়ে চাপানো। খবর : জিও নিউজ

মঙ্গলবার (২২ এপ্রিল) পেহেলগামের বাইসারান এলাকাতে ওই হামলায় ২৬ জন আহত হয়েছে। এছাড়া নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালের নাগরিক ছিল বলে জানিয়েছেন পুলিশ। ভারতে ২০০৮ সালে মুম্বাই হামলার পর বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে বড় হামলা এটি। এর ফলে কাশ্মীর নিয়ে যে শান্তিপূর্ণ ইঙ্গিত দেয়া হয়েছিল, কার্যত তা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। অঞ্চলটিতে সাম্প্রতিক বছরগুলোতে ভারতবিরোধী গোষ্ঠী বেশ নিস্ক্রিয় থাকায় পর্যটকদের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছিল।  পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার (অব.) আহমেদ সাঈদ মিনহাস বলেন, কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভারতীয় মিডিয়া এ ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করছে। কারণ হামলাটি হয়েছে ভারতের অবৈধভাবে দখল করা জম্মু-কাশ্মীরের ৪০০ কিলোমিটার ভিতরে। জিও নিউজকে তিনি বলেন, ২০১৯ সালে ভারতীয় পাইলট অভিনন্দনকে নিরাপদভাবে ফিরিয়ে দিয়ে পাকিস্তান বড় ধরনের সহিষ্ণুতার পরিচয় দিয়েছিল। 

আরেক প্রতিরক্ষা বিশ্লেষক ব্রিগেডিয়ার (অব.) রশিদ ওয়ালি ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, হামলার পরপরই পাকিস্তানের বিরুদ্ধে ‘বেসামরিক ও অসত্য অভিযোগ’ ছড়ানো শুরু হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ভারত যদি আবারও কোনো ভুল পদক্ষেপ নেয়ার চেষ্টা করে, তাহলে এর ফলাফল হতে পারে বিপর্যয়কর, যেমনটা হয়েছিল ‘বালাকোট হামলার’ পর।

পাকিস্তানের সাবেক সংসদ সদস্য ও পররাষ্ট্র সম্পর্ক বিশ্লেষক মুশাহিত হুসাইন, জম্মু-কাশ্মীকে বন্দুক হামলায় ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করায় তিনি ভারতের এই ধরনের কার্মকাণ্ডের প্রতি নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ভারতের সরকার সন্ত্রাসী হামলার পরপরই পাকিস্তানকে দোষারোপ করার একটি ‘অটোমেটেড প্রতিক্রিয়া’ তৈরি করেছে। তিনি ‘কাশ্মীর এক্সপ্রেস’ হামলা এবং বর্তমানে পেহেলগাম হামলার উদাহরণ দিয়ে বলেন, ভারতের এই ধরনের মনোভাব কোনো না কোনো ঘটনা ঘটানোর পর পরই উঠে আসে, তদন্তের আগেই পাকিস্তানকে দায়ী করা হয়।

আরও পড়ুন

ভারতের অভিযোগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা বিশ্লেষক সৈয়দ মোহাম্মদ আলী বলেন, নয়াদিল্লির কথিত ‘ফলস ফ্ল্যাগ অপারেশন ইসলাম, পাকিস্তান এবং কাশ্মীরি জনগণের সম্মান হানি করতে চালানো হয়েছে। তিনি আরও বলেন, ভারত অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি সরাতে চেষ্টা করছে। কারণ দেশটি আন্তর্জাতিক বাণিজ্য চাপের মধ্যে রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত চাপ হ্রাস করার চেষ্টা করছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব