ভিডিও রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

নীরবে দেশে এসেছেন শাবানা

নীরবে দেশে এসেছেন শাবানা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : অভিনয় ও দেশ ছাড়ার দীর্ঘ বছর পেরিয়ে গেছে। অন্তরালে থাকা এক সময়ে তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা কালেভদ্রে আসেন দেশে। এবার যেমন এলেন পাঁচ বছর পর। সহজে কথা বলতে চান না গণমাধ্যমে। বেশ কয়েকদিন আগে দেশে ফিরলেও নিজেকে অনেকটাই আড়ালে রেখেছেন তিনি।

 এর আগে শাবানা দেশে এসেছিলেন ২০২০ সালের জানুয়ারিতে। সেসময় তিনি জানিয়েছিলেন, সুযোগ হলে কিছু সিনেমায় কাজ করবেন। স্বামী ওয়াহিদ সাদিক জানিয়েছিলেন তিনি অনুকূল পরিবেশ পেলে চলচ্চিত্র প্রযোজনা করবেন। কিন্তু সে সময় তারা বিফল মনোরথেই যুক্তরাষ্ট্রে ফিরে যান। সম্প্রতি আবার দেশে ফিরেছেন শাবানা। উঠেছেন রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাড়িতে। শাবানার না থাকলে এই বাড়ি খালিই থাকে। ২০২০ সালের আগে শাবানা এসেছিলেন ২০১৭ সালে। স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে প্রায়ই দেশে আসা হয় শাবানার।

শাবানার অভিনয়ের শুরুটা সেই ষাটের দশকের শুরুতে ‘নতুন সুর’ ছবিতে। এহতেশাম পরিচালিত সেই ছবিতে অভিনয় করেন শিশুশিল্পী হিসেবে। এরপর বছর পাঁচেক পর নায়িকা হিসেবে তার অভিষেক হয় ‘চকোরী’ ছবিতে, যেটিতে তার নায়ক ছিলেন নাদিম।

আরও পড়ুন

দেশান্তরি হওয়ার হিসাবে ২৫ বছর ধরে অভিনয় থেকে দূরে সরে আছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী শাবানা। অভিনয়জীবনে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় তিনি হুট করেই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। ২৫ বছর ধরে স্বামী, সন্তান, নাতি-নাতনি নিয়ে নিউ জার্সিতে স্থায়ীভাবে থাকছেন। একটা নির্দিষ্ট সময় পর বাংলাদেশে এলেও গত গত ৫ বছরে আসা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

সাইয়্যেদুল মুরসালিন (সা.) এর জীবনাচরণ

জয়পুরহাটের কালাই শিয়ালের কামড়ে একই গ্রামের আহত ১০

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা গ্রেফতার ৩

বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারসহ দুইজন খুন

ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে প্রধান উপদেষ্টার নির্দেশ