ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

গাইবান্ধায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পত্রিকা বিক্রেতা আনিছ নিহত

গাইবান্ধায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পত্রিকা বিক্রেতা আনিছ নিহত। প্রতীকী ছবি

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পত্রিকা বিক্রেতা ও অটোচালক আনিছুর রহমান(৩৭) নিহত হয়েছেন। নিহত আনিছুর রহমান গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে।

গাইবান্ধা শহরের পত্রিকা এজেন্ট মোঃ অব্দুর রহমান জানান, আনিস মিয়া প্রায় ২০ বছর ধরে গাইবান্ধা শহরের বিভিন্ন জায়গায় পত্রিকা বিক্রি করে আসছিলেন। দৈনিক করতোয়ার একজন নিয়মিত হকার হিসেবে তিনি মানুষের কাছে পরিচিত। সম্প্রতি সাংসারিক সচ্ছলতা ফিরিয়ে আনতে তিনি পত্রিকা বিক্রির পাশাপাশি অটোবাইক চালানো শুরু করেন।

গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে শহরের ২নং রেলগেট এলাকায় কয়েকজন অপরিচিত দুর্বৃত্ত যাত্রী সেজে স্টেডিয়ামের কাছে যাওয়ার কথা বলে তার অটোবাইকে ওঠে। সেখানে যাওয়ার পর ওই দুর্বৃত্তরা আনিসের কাছ থেকে অটোবাইকের চাবি ছিনিয়ে নেয় ও তাকে এলোপাথাড়ি আঘাত করে ও ছুরিকাঘাত করে অটোবাইক নিয়ে সটকে পড়ে।

আরও পড়ুন

ভোরবেলা ওই সড়কে চলাচলকারী এক পথচারী আনিসকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে চিনতে পেরে তার বাড়িতে খবর দেয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে অবস্থার অবনতি দেখে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার তার মৃত্যু হয়।

এ বিষয়ে গাইবান্ধা পত্রিকা বিতানের স্বত্তাধিকারী আব্দুর রহমান জানান, আনিস দীর্ঘদিন ধরে গাইবান্ধা শহরে পত্রিকা বিক্রি করে আসছিলেন। মুলত: তিনি দৈনিক করতোয় বিক্রি করতেন। গাইবান্ধার সাংবাদিক সংগঠন ও সাংবাদিক হকারবৃন্দ এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এব্যাপারে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুল হক তালুকদার জানান,দুূর্বত্তদের দ্রুত গ্রেফতারে পুলিশ সক্রিয় রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়ে হত্যার অভিযোগে গ্রেফতার বাবা 

রোহিতের পর টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি

দেশের ২১ জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্র্ড

সীমাবদ্ধতার দোহাই দিয়ে হাত-পা গুটিয়ে থাকলে চলবে না : প্রধান উপদেষ্টা

ভারতের ছত্তিশগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩