ভিডিও সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

বগুড়ার ধুনটে নাশকতার ২ মামলায় আওয়ামীলীগের প্রবীন নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে নাশকতার ২ মামলায় আওয়ামীলীগের প্রবীন নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় বিএনপির সাবেক এমপির গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে করা ২টি মামলায় আওয়ামী লীগের প্রবীন নেতা গোলাম হোসেন সরকারকে (৭৫) গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (২৭ এপ্রিল) ভোর ৫টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতারের পর দুপুর ১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গোলাম হোসেন সরকার উপজেলার বাঁশপাতা গ্রামের বছির উদ্দিন সরকারের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও গোপালনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনী গণসংযোগকালে বিএনপির সাবেক এমপি জিএম সিরাজ ধুনট শহরের কলাপট্টী এলাকায় পৌছেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ১৭ ফ্রেব্রুয়ারি সন্ধ্যায় শহরের শহিদ মিনার চত্বরে উপস্থিত হয়ে মশাল মিছিল করতে থাকে। এ সময় যুবদল নেতা রিপন সেখ ও তার লোকজন তাদের বাঁধা দেয়। তখন মিছিলকারীরা যুবদল নেতার ওপর ককটেল হামলা চালায়।

আরও পড়ুন

এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। এই ২টি মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গোলাম হোসেন সরকারকে গ্রেফতার করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এসব মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট থেকে পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে উড়াল দিলো কার্গো প্লেন

বগুড়ায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

চলনবিলে শুরু হয়েছে ধানকাটা মাড়াইয়ের মহোৎসব

বগুড়ার কাহালুতে ৩ জন গ্রেফতার

সড়ক সংস্কার হয়নি দীর্ঘদিন ফুলবাড়ীতে সামান্য বৃষ্টিতেই পথচারীদের চরম দুর্ভোগ

বগুড়ার শেরপুরে সন্ত্রাসী হামলায় বিএনপি ও যুবদল নেতাসহ ৩ জন আহত